‘সুন্দরী’ ডাক শুনলেই গা জ্বলত পুনম ধিলোনের! অদ্ভূত অভিজ্ঞতা ভাগ করলেন অভিনেত্রী
সনিজের সময়কার অন্যতম সুন্দরী নায়িকা পুনম ধিলোন। স্বভাবতই নিজের সৌন্দর্যের জন্য হামেশাই প্রশংসা কুড়োতেন এই বলি সুন্দরী। কথায় বলে রূপের প্রশংসা সব নারীরই পছন্দ, কিন্তু এই মামলায় একদম উলটো পুনম ধিলোন। কারুর মুখ থেকে নিজের প্রশংসা শোনায় অভ্যস্ত ছিলেন না তিনি, বরং তাঁকে কেউ ‘সুন্দরী’ বললে মেজাজ হারাতেন তিনি।
১৯৭৮ সালে ‘ত্রিশূল’ ছবির সঙ্গে মাত্র ১৬ বছর বয়সে অভিনয় কেরিয়ার শুরু করেন পুনম ধিলোন। রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছান পুনম, তবে তাঁর অভিনয় গুণ নয়, সৌন্দর্যই অধিকাংশ দর্শকের নজর কেড়েছিল। আর এতেই গোঁসা হত অভিনেত্রীর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনমের কাছে জানতে চাওয়া হয়েছিল, লিডিং লেডি হিসাবে কাজের সময় এমন কোন প্রশংসা বাক্য তিনি আকছাড় শুনতেন, আর কোন বিষয়ে সমালোচনা তাঁকে চিন্তায় ফেলতো। পুনম জবাব দেন, ‘দুটো প্রশ্নের উত্তরই হচ্ছে আমার সৌন্দর্য নিয়ে লোকেদের মতামত’।
সিদ্ধার্থ কাননকে পুনম বলেন, ‘আমাকে সবাই বলত, ’তুমি কত্তো সুন্দরী। আর সমালোচকরাও সেটাই লিখতো আমি সুন্দরী। কিন্তু আমার কাছে সেটা প্রশংসা বাক্য ছিল না। আমার কোনও অবদান নেই নিজের রূপের পিছনে। সেটা ভগবানের দান, আমার বাবা-মা’র দান। আমি নিজের অভিনয় দক্ষতা নিয়ে প্রশংসা শুনতে চাইতাম, রূপের জন্য নয়। আর সৌন্দর্য নিয়ে ওইসব প্রশংসা শুনে আমার গা জ্বলত’।
অধিক সুন্দরী হওয়ার জন্যই কি অভিনেত্রী হিসাবে সঠিক দাম পাননি পুনম? প্রশ্ন শুনে তাঁর জবাব,’এটা ঠিক শুরুর দিকে আমি অভিনয়ের কিছুই জানতাম না। আমার কতই বা বয়স ছিল? ১৫-১৬, কোনওদিন অভিনয় করিনি। আমি খুব কাঁচা, অপরিপক্ক অভিনেত্রী ছিলাম। কিন্তু ধীরে ধীরে আমি অভিনয়টা কী সেটা বুঝতে শুরু করি, পারফরম্যান্স দেওয়া শুরু করি। কিন্তু সবাই শুধু বলত ও কত্তো সুন্দরী। এর বাইরে আর কেউ বেরোতে পারতো না’।
আপতত নিজের আসন্ন ছবি ‘প্ল্যান এ প্ল্যান বি’র মুক্তির অপেক্ষায় রয়েছেন পুনম ধিলোন। ছবিতে পুনম ছাড়াও দেখা মিলবে তামান্না ভাটিয়া, রীতেশ দেশমুখের। ৩০শে সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। পাশাপাশি ‘বিক্রম বেদা’ ছবিতেও থাকছেন পুনম, একই দিনে মুক্তি পাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here