‘সুন্দরীরা ডাকছেন, কিন্তু শাহরুখের মন অন্যত্র’: ‘পরদেশ’-এর গোপন কথা ফাঁস আদিত্যর
গায়ক-সঞ্চালক আদিত্য নারায়ণ একটি সাক্ষাৎকারে ‘পরদেশ’ ছবির সময়কার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। বেঙ্গালুরুর একটি হোটেলে শুটিং পরবর্তী অনুষ্ঠানে, আদিত্য নারায়ণ সুযোগ পেয়েছিলেন শাহরুখ খানের সঙ্গে একটু নাচার। স্মৃতিচারণ করতে করতে এই গায়ক জানান, সে দিন বহু সুন্দরী শাহরুখের সঙ্গে নাচার আগ্রহ দেখালেও, কিং খান সেদিকে বিন্দুমাত্র কর্ণপাত করেননি। গোটা সময়টা তিনি ছোট্ট আদিত্য নারায়ণের সঙ্গেই নাচে মসগুল হয়েছিলেন।
সুভাষ ঘাইয়ের ছবি ‘পরদেশ’ মুক্তি পায় ১৯৯৭ সালে। শাহরুখ খান এবং আদিত্য নারায়ণ বাদে, সে ছবিতে ছিলেন মহিমা চৌধুরী, অপূর্ব অগ্নিহত্রি, অলোক নাথ, অম্রেশ পুরী এবং হিমানি শিবপুরী। শাহরুখ ওই ছবিতে অর্জুন সাগরের চরিত্রে অভিনয় করেন। অন্যদিকে, ছবিতে আদিত্যর নাম ছিল পটলা।
নিউজ ১৮-এর সঙ্গে সাক্ষাৎকারে, আদিত্য জানান, ‘পরদেশের যখন শুটিং চলছে, ততদিনে শাহরুখ খান একজন মহাতারকা হয়ে গিয়েছেন। আমার মনে আছে, তখন উনি অন্য কোনও একটি ছবির শুটিং করেছেন, সেটে পৌঁছে দেখলেন যে, ভ্যানিটি ভ্যান প্রস্তুত করা নেই। কোনও দিকে না তাকিয়ে উনি ঘরের একটি কোণায় গিয়ে নিজের ব্যাগ রেখে, মেঝেতে একটি কাপড় বিছিয়ে শুয়ে পড়তেন। এতটাই তিনি আন্তরিক নিজের কাজের প্রতি।’
স্মৃতিচারণ করতে করতেই আদিত্য নারায়ণ জানান, ‘আমার স্পষ্ট মনে আছে ওইদিন সবে শুটিং শেষ হয়েছে। আমাদের সেদিন কাজ ছিল মাইসোরে, আর অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল ব্যাঙ্গালোরে। সেখানে অজস্র সুন্দরী নারীরা এগিয়ে আসছিলেন শাহরুখের সঙ্গে নাচ করতে। তবে তিনি সেদিকে না গিয়ে আমার সঙ্গেই নাচ করেছিলেন। এগুলো ভোলবার নয়। এরকম আরও অজস্র সুন্দর স্মৃতি রয়েছে ‘পরদেশ’-এর।
শাহরুখ খানের শেষ ছবি মুক্তি পায় ২০১৮তে, ‘জিরো’। যেখানে তাঁকে অনুষ্কা শর্মা এবং কাটরিনা কাইফের বিপরীতে দেখা যায়। আগামী বছরে তাঁর তিনটি ছবি মুক্তি পেতে চলেছে। থ্রিলার ছবি ‘পাঠান’-এ তাঁকে দেখা যাবে একজন গুপ্তচরের ভূমিকায়। শাহরুখ খান বাদেও সেই ছবিতে থাকবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। ‘পাঠান’ বাদে পরের বছরে মুক্তি পেতে চলেছে ‘জাওয়ান’ এবং রাজকুমার হিরানির ‘ডানকি’।
For all the latest entertainment News Click Here