সুনীল ছেত্রী বা বাইচুং ভুটিয়া নন! জানেন ভারতীয় ফুটবলের সবচেয়ে ধনী ফুটবলার কে?
Richest Football Player in India: ভারতীয় ফুটবল দল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (SAFF) চ্যাম্পিয়নশিপ ২০২৩ ফাইনালে কুয়েতের বিরুদ্ধে জয়ের পরেই সমগ্র দেশকে গর্বিত করেছে। ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী দলকে জয়ের পথে নিয়ে যান এবং বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছিলেন। সুনীল ছেত্রী এবং বর্তমান ভারতীয় ফুটবলাররা যখন SAFF কাপটি তুলে নিয়ে বিপুল নগদ পুরস্কার জিতেছিল, তখন অবাক করার মতো কিছু বিষয় সামনে উঠে এসেছে। জানা গিয়েছে ভারতীয় দলের বর্তমান অধিনায়ক দেশের সবচেয়ে ধনী ফুটবলার নন। এখন প্রশ্ন হল তাহলে ভারতের কোন ফুটবলার সবচেয়ে ধনী? অনেকেই বলতে পারেন হয়তো বাইচুং ভুটিয়া হতে পারেন, কিমবা গুরপ্রীত সিং সান্ধু। কিন্তু এর উত্তর রয়েছে অন্যত্র। আসলে এখনও পর্যন্ত সবচেয়ে ধনী ভারতীয় ফুটবলার হলেন অবসরপ্রাপ্ত খেলোয়াড় গৌরামাঙ্গি সিং।
গৌরমাঙ্গি সিং হলেন একজন অবসরপ্রাপ্ত ভারতীয় ফুটবল খেলোয়াড় যিনি এখন পর্যন্ত ভারতের সবচেয়ে ধনী ফুটবল খেলোয়াড় হয়ে উঠেছেন। এই ক্ষেত্রে তিনি সুনীল ছেত্রী এবং অবসরপ্রাপ্ত খেলোয়াড় বাইচুং ভুটিয়াদের অনেকটা পিছনে ফেলে দিয়েছেন। তবে যদি জনপ্রিয়তার কথা আসে তাহলে হয়তো গৌরামাঙ্গি সিং তাদের থেকে অনেকটাই পিছনে রয়েছেন। তবে বেশি সম্পদের দিক থেকে মোহনবাগানের এই প্রাক্তনী গৌরামাঙ্গি সিং সবার আগে রয়েছেন।
গৌরমাঙ্গি সিং টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন এবং বর্তমানে ফুটবল টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দল গোয়ার একজন সহকারী কোচ। সিং মণিপুরের ইম্ফলের একটি ছোট গ্রাম থেকে এসেছেন এবং ২০১৯ সালে আন্তর্জাতিক ফুটবল খেলা থেকে অবসর নিয়েছেন। গৌরামাঙ্গি সিং বেশ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং অনূর্ধ্ব ২০ এবং অনূর্ধ্ব ২৩ উভয় ফুটবল দলের অংশ হয়েছেন। একটা সময়ে তিনি সর্বকালের সর্বোচ্চ বেতনভোগী ভারতীয় ফুটবল খেলোয়াড়দের একজন ছিলেন।
এবার যদি সম্পত্তির কথা বলা যায় তাহলে, সুনীল ছেত্রীর মোট সম্পত্তির মূল্য প্রায় ১.৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মূল্যে যা প্রায় ১২.৩০ কোটি টাকা। অন্য দিকে জানা গেছে যে গৌরমাঙ্গি সিং-এর মোট সম্পত্তি ৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মূল্যে যা প্রায় ৪১ কোটি টাকা বা তার থেকেও বেশি। বাইচুং ভুটিয়া, যিনি ভারতের প্রথম মূলধারার ফুটবল খেলোয়াড়দের একজন। তিনি অবশ্য গৌরামাঙ্গি সিং-এর মতো উচ্চ পারিশ্রমিকও পাননি। একাধিক সংবাদ সংস্থার মতে, ভুটিয়ার সম্পদের পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। এদিকে এই তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন গুরপ্রীত সিং সান্ধু। ভারতীয় দলের বর্তমান গোলরক্ষক এবং বেঙ্গালুরু এফসির এই খেলোয়াড়, গৌরামাঙ্গি সিংয়ের কাছাকাছি রয়েছেন। জানা গিয়েছে সান্ধুর আনুমানিক সম্পত্তি মূল্য হল প্রায় ৩০ কোটি টাকা।
For all the latest Sports News Click Here