সুনীলের না থাকাটা কাজে লাগাতে হবে তরুণদের,বাহরিন ম্যাচের আগে কীসের ইঙ্গিত ইগরের?
বুধবারই বাহরিনের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। সেই দলে ইতিমধ্যেই সাত জন নতুন মুখকে সুযোগ দিয়েছেন হেড কোচ ইগর স্টিম্যাচ। এই সাত ফুটবলার হলেন প্রভসুখন গিল, অনিকেত যাদব, হর্মিপাম রুইবাহ, আনোয়ার আলি জুনিয়র, ভি পি সুহের, দানিশ ফারুখ এবং রোশন সিং। বাহরিনের বিরুদ্ধে খেলতে নামার আগে ইগর স্টিম্যাচ তরুণদের মনে করিয়ে দিয়েছেন, সুনীল ছেত্রী দলে নেই। সেই সুযোগটা যেন তাঁরা কাজে লাগায়।
বাহরিনের বিরুদ্ধে ম্যাচের আগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে দেওয়া সাক্ষাৎকারে স্টিম্যাচ দাবি করেছেন, ‘আমাদের কাছে সুনীলের পরিবর্ত হিসেবে মনবীর, লিস্টন ও রহিম রয়েছে। কিন্তু গোটা দলের উচিত ওর অভাব পূরণ করা। আমি আশা করব এই খেলোয়াড়রা আরও বেশি দায়িত্ব নেয় এবং আরও সুযোগ তৈরি করে যেহেতু সুনীল আমাদের সাথে এখন নেই।’
সাত জন নতুন ফুটবলারকে দলে নেওয়া প্রসঙ্গে ভারতীয় দলের কোচ বলেছেন, ‘আমি এই ছেলেদের ভালো প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নামাতে চাই এবং আমি আশা করব ওরা সাহসী মনোভাব নিয়ে আগামীকাল মাঠে নামবে।’
স্টিম্যাচ আরও বলেছেন, ‘নতুন কিছু মুখ নিয়ে আমি চেষ্টা করব আমার সেরা একাদশ নামানোর, এবং দেখতে চাই কিভাবে আমরা উচ্চ র্যাঙ্কযুক্ত দলগুলির বিরুদ্ধে পারফর্ম করি আর এরপর আমরা তা পর্যালোচনা করব জুনে যোগ্যতা অর্জন পর্বের জন্য।’
দলগঠন নিয়ে স্টিম্যাচ দাবি, ‘খুবই কঠিন মরশুম হয়েছে এটি আমাদের জন্য, তবে এটি উত্তেজনাপূর্ণও ছিল। আমায় খেয়াল রাখতে হয়েছে যাতে আইএসএলের অর্ধেক ভারতীয় খেলোয়াড় এই মরশুমে আমার তালিকায় থাকে। আরও অনেক খেলোয়াড় রয়েছে যারা ভালো পারফর্ম করেছে কিন্তু চোটের জন্য বাইরে। আমি তাদের এখানে ডেকে ঝুঁকি নিতে চাইছি না।’
For all the latest Sports News Click Here