সুদীপাকে ‘উদ্ধত, অসভ্য এই মহিলা’ বললেন শ্রীলেখা! পালটা এই জবাব দিলেন সঞ্চালিকা
গত ২৭ অগস্ট সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। অনলাইন ফুড অ্যাপ ডেলিভারি বয় সম্পর্কে ছিল সেই পোস্ট। তিনি লিখেছিলেন, ‘আমি শুধু জানতে চাই সুইগির একজন ডেলিভারি বয়-ও কেন ফোন না করে গন্তব্যে পৌঁছতে পারে না। আর ফোন করে কেন বলে, আমি আসছি, আপনি গেটটা খুলুন। আমি কি দারোয়ান নাকি যে গেট খুলব’।
প্রতীক মুখোপাধ্যায় নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় সুদীপার সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছিলেন। ‘আমি কি দারোয়ান, যে গেট খুলব?’ পোস্টে সুদীপার এই মন্তব্য দেখেই ট্রোলিং শুরু হয় নেটদুনিয়ায়। ডেলিভারি বয় হোক বা দারোয়ান-কাউকে অপমান করার অধিকার তাঁকে কে দিয়েছেন, এই নিয়ে নেটিজেনরা সরব হন। পরে অবশ্য সেই পোস্ট মুছে দেন সঞ্চালিকা। আরও পড়ুন: ‘আমি কি দারোয়ান’, জোম্যাটো ফোন করে দরজা খুলতে বলায় রাগলেন রান্নাঘরের সুদীপা!
সুদীপার পোস্টের স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শ্রীলেখা। ক্যপশনে সুদীপাকে ‘উদ্ধত, অসভ্য এই মহিলা’ বলে উল্লেখ করেছেন তিনি। শ্রীলেখার পোস্টে অনেকেই সুদীপার উপর ক্ষোভ উগড়ে দেন। এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুদীপা বলেন, তিনি বিশ্বাস করতে পারছিলেন না শ্রীলেখা তাঁর সম্পর্কে এমন কথা বলতে পারে। আরও পড়ুন: SSC কাণ্ডে ‘মিডলম্যান’ প্রসন্নকুমার!প্রথম ছবির প্রযোজক প্রসঙ্গে কী বললেন বর্ষালী
প্রসঙ্গত, সুদীপার কথায়- শ্রীলেখা তাঁর দাদার বন্ধু। ছোট থেকে অভিনেত্রীকে চেনেন তিনি। বলেন, ‘উনি বড় মাপের অভিনেত্রী। নিজের কাজের প্রতি ফোকাস হলে এমনই শিরোনামে থাকবেন। এমন বিতর্ক তৈরি করে লাইমলাইটে থাকার চেষ্টা করতে হবে না।’
নেটমহলে প্রশ্ন উঠছে, কেন সুদীপাকে নিয়ে এমন মন্তব্য করেছেন শ্রীলেখা? সুদীপার কথায়, প্রজেনজিৎ চট্টোপাধ্যায় এবং তাঁর স্বামী অগ্নিদেবকে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করে থাকেন শ্রীলেখা। সেই সময় তিনি দাদা প্রসেনজিৎ এবং স্বামী অগ্নিদেবের পাশে থাকেন। সেই কারণে হয়তো শ্রীলেখার চোখে তিনি নিজেকে খারাপ বলে দাবি করেন। সঞ্চালিকার মন্তব্য, শ্রীলেখা দেখা হলে বলতেন- ‘তোমার বর তো আবার ঋতু ছাড়াও কোন নায়িকাকে চোখেই দেখতে পারে না। কিন্তু তাঁর কথায় আমি পাত্তা দিচ্ছি না দেখেই এখন আমি খারাপ হয়ে গেলাম।’ আরও পড়ুন: ‘না’ বললেন গুটখাকে, প্রায় ৯ কোটির পান মশলার বিজ্ঞাপন ফিরিয়ে দিলেন কার্তিক আরিয়ান
কেন এমন পোস্ট করেছেন? সেই প্রসঙ্গে সাফাই দিতে এক লাইভ চ্যাটও করেছিলেন সুদীপা। লাইভ চ্যাটে এসে সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের বক্তব্য ছিল, মানুষকে সচেতন করতেই তিনি এই পোস্ট করেছিলেন। বলেছেন, ‘আমার পরিচিত অনেকের কাছেই আজকাল খবর পাচ্ছি, এমন ফোন করে ডেলিভারি বয় খাবার পৌঁছচ্ছে না। ফোনে না পেলেই নটরিচবল বলে তাঁরা খাবার নিয়ে চলে যাচ্ছেন। টাকাও ফেরৎ পাওয়া যাচ্ছে না।’ পাশাপাশি তিনি আরও বলেন, তাঁর বলার ধরনে ভুল থাকলে, সেই জন্য ক্ষমাও চাইছেন।
For all the latest entertainment News Click Here