‘সুড়সুড়ি দিতে ভালোই পারো’, জাভেদ আখতারের মন্তব্যের পালটা মুখ খুললেন ধর্মেন্দ্র
আজ ৮০-তে পা দিলেন অভিনেতা অমিতাভ বচ্চন। সকাল থেকে নেটমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন তিনি।
এক সাক্ষাৎকারে জাভেদ আখতার জানিয়েছেন, ‘জাঞ্জির ছবির জন্য একমাত্র শেষ পছন্দ ছিলেন অমিতাভ বচ্চন। ধর্মেন্দ্র, অন্য সবাই ‘নায়ক’ হিসাবে ছবিটা করতে রাজি হননি সেই সময়। তিনি পুরো চলচ্চিত্র জুড়ে একজন গুরুত্বপূর্ণ, কঠোর ব্যক্তিত্ব হওয়ার কথা ছিল।’ আরও পড়ুন: একসঙ্গে সিদ্ধার্থ আর কিয়ারা, হাজির হলেন কার বাড়িতে? বিয়ের প্রস্তুতি নাকি
একথা শুনে টুইট করেন অভিনেতা ধর্মেন্দ্র। তিনি লেখেন, ‘জাভেদ কেমন আছো? দেখনদারির এই দুনিয়ায় আসল সত্যিটা চাপা পড়ে যায়। বেঁচে থাকো। সুড়সুড়ি দিতে ভালোই পারো। বাড়িয়ে চড়িয়ে বলার জাদুটাও যদি শিখতে পারতে!’ আরও পড়ুন: ফ্যামিলি অ্যালবামের ছবি ফাঁস নাতাশার, দেখে কী বললেন হার্দিক
একসঙ্গে ‘শোলে’ ছবিতে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র এবং অমিতাভ বচ্চন। ১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। শোলে-এর একটি দৃশ্যে অমিতাভ বচ্চনের সঙ্গে ধর্মেন্দ্র, সোমবার সোশ্যাল মিডিয়ায় থ্রোব্যাক ছবি শেয়ার করেন অভিনেতা। অমিতাভের নতুন ছবি উঁচাই-এর জন্য তাঁকে শুভেচ্ছা জানান।
ধর্মেন্দ্র টুইটারে ছবিটি শেয়ার করে লেখেন, ‘অমিত, তোমাকে ভালোবাসি। আমি রাজশ্রী প্রোডাকশন থেকে একটি খবর পেয়েছি তুমি তাঁদের সঙ্গে একটি চলচ্চিত্র উঁচাই করছ। দুর্দান্ত। সবচেয়ে প্রতিভাবান অভিনেতা এবং সেরা প্রোডাকশন হাউস একসঙ্গে। সবাইকে শুভেচ্ছা। সেরা।’
For all the latest entertainment News Click Here