সুকেশের রঙিন কীর্তিকলাপ এবার পর্দায়, জ্যাকলিন-নোরার ভূমিকায় কারা অভিনয় করবে?
বিগত বছরে বারবার সামনে এসেছে সুকেশ চন্দ্রশেখরের নাম। ২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় জেল খাটছেন তিনি। তবে এটাই অবশ্য খবরে আসার একমাত্র কারণ নয়। এই কনম্যানের সঙ্গে প্রেম সম্পর্কে ছিলেন বলিউডের সুন্দরী নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ। যাই হোক, আপাতত সিনেমার পরদায় আসতে চলেছেন এই সুকেশ। এবার তাঁকে হিরো বলা হবে না ভিলেন, আপনারাই ঠিক করুন।
চলচ্চিত্র নির্মাতা আনন্দ কুমার কনম্যান সুকেশ চন্দ্রশেখরের জীবনের উপর নির্ভর করে সিনেমা বানানোর খবরে শিলমোহর দিয়েছেন। এইজন্য তিনি সম্প্রতি তিহার জেলেও গিয়েছিলেন এএসপি দীপক শর্মার সঙ্গে দেখা করতে। আনন্দ কুমার এই প্রসঙ্গে জানান, ‘আপাতত এই কাজ একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। শর্মার সঙ্গেও প্রথম দেখা আমার এটা। যে ধরণের গবেষণা ও তথ্য সংগ্রহ হবে তার উপর নির্ভর করেই সিদ্ধান্ত নেব যে এটিকে সিনেমা বানানো হবে না ওয়েব সিরিজ। আমার লেখকরা আগামী মাসে দিল্লিতে থাকবেন এবং তদন্তকারী দলের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন।’
যদিও এটি সুকেশের জীবনের উপর ভিত্তি করে তৌরি, তবুও এটিকে বায়োপিক হিসেবে আখ্যা দিতে রাজি নন আনন্দ কুমার। জানান, ‘বায়োপিক মহান লোকেদের উপর তৈরি হয়। আমার ওঁকে অমর করার কোনও শখ নেই।’ জানা যাচ্ছে, সুকেশের ব্যক্তিগত জীবন, প্রতারণা এবং অর্থ পাচারের মামলার পাশাপাশি নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজ এবং নোরা ফাতেহির সঙ্গে লিঙ্ক আপ সমস্তটাই দেখানো বে এই সিনেমা বা সিরিজে।
কেন সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে সিনেমা বানানোর শখ মাথায় এল জানতে চাওয়া হলে আনন্দ কুমার জানান, ‘লোকটা ১০-১২টি ভাষা জানে। খুব সম্ভবত আরও বেশি। মানুষকে বোঝানোর ওর স্টাইল অনন্য। আমি অন্বেষণ করতে চাই ওঁ কীভাবে নেটওয়ার্ক তৈরি করতেন এবং এই ধরনের প্রতারণাগুলি করতেন। আমি দেখাতে চাই কিভাবে তিনি একজন মাস্টারমাইন্ড ছিলেন। প্রায় এক বছর ধরে কোনও কেলেঙ্কারির পরিকল্পনা করতেন তা কার্যকর করার আগে! [ভারতীয় সিনেমায়] এই ধরনের ব্যক্তিত্বের ব্যাপারে আগে কখনও অনুসন্ধান করা হয়নি। ’
আনন্দ কুমার আরও জানান গত ৬ মাস ধরে তিনি নিজে এই নিয়ে গবেষণা চালাচ্ছেন। জেলে গিয়ে সুকেশের সঙ্গে দেখা করার ইচ্ছেও তাঁর রয়েছে। তবে সেটা না হলেও ক্ষতি নেই। ভেবেই রেখেছেন পয়সার আরেক পিঠের মতো যাদের ঠকানো হয়েছে তাঁদের চোখ দিয়ে তিনি কনম্যানকে দেখাবেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here