সুইমস্যুটে হট লুকে ধরা দিলেন এষা, বিকিনি পরার নতুন কায়দা দেখালেন ভক্তদের
ছুটি কাটাতে গিয়ে একটা দুর্দান্ত পোশাক, ঝলমলে দিন আর ভালো কিছু ছবি কিন্তু আপনার মন ভালো করার জন্য যথেষ্ট একেবারে। আর এবার তেমনই এক রূপে ধরা দিলেন অভিনেত্রী এষা গুপ্তা। বিকিনি ট্রেন্ডকে একটু নিজের টাচ দিলেন নায়িকা। কোনও সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে কী পোশাক পরা উচিত বা কীভাবে একই সঙ্গে যেন সেটারও সুস্পষ্ট ধারণা দিলেন তিনি।
ফুটবল ভালোবাসেন? বেড়াতে গিয়ে পছন্দের দলের জার্সি পরতে চান কিন্তু অন্য ভাবে? দেখুন এষা কী টিপস দিচ্ছেন। অভিনেত্রী তাঁর করা একটি সদ্য ফটোশুটে বিকিনি লুককে একটু বিশেষ টাচ দিয়েছিলে। তিনি উপরে একটি জার্সি পরেছিলেন। সঙ্গে নিচে ছিল বিকিনি। পরের ছুটি সমুদ্রে কাটাতে গেলে এভাবে নিজেকে সাজিয়ে তুলতে পারেন চাইলে।
এষাকে এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় দুটো ছবি পোস্ট করতে দেখা যায় একটিতে তিনি রোদের মধ্যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন। তাঁর পরনে জুভেন্টাস ফুটবল ক্লাবের জার্সি এবং বিকিনি। তিনি দাঁড়িয়ে ফোন ঘাঁটছেন। আরেকটি ছবিতে তাঁকে একটি চেয়ারে শুয়ে থাকতে দেখা যাচ্ছে হাতে ফোন নিয়েই। দুটো ছবিতেই তিনি হট এবং বোল্ড লুকে ধরা দিয়েছেন। তাঁর পরনে এদিন কোনও গয়না ছিল না। একদম ন্যুড মেকআপ দেখা যায়। হালকা রঙের লিপস্টিক, আইশ্যাডো দিয়েই বাজিমাত করেন নায়িকা।
তবে এটা প্রথমবার নয় যখন এশা তাঁর বিকিনি লুকস দিয়ে সবার মন কাড়লেন। তিনি এর আগেও একটি নিওন সবুজ রঙের বিকিনি পরে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন। তাঁর গলায় তখন একটা ছোট্ট চেন এবং লকেট ছিল। সেই সাজেও তিনি সমান ভাবে সবার নজর কেড়েছিলেন। এখানেও তাঁকে নো মেকআপ লুকে দেখা গিয়েছিল। সঙ্গে চুলটা খুলে রেখে তাঁর সাজে আলাদা মাত্রা যোগ করেছিলেন।
আরও পড়ুন: পোশাক নিয়ে আবার বিতর্কে এশা, সোশ্যাল মিডিয়ায় এল কটূক্তি
তাঁকে আশ্রম, জন্নত ২, কমান্ডো ২, ডেভিলস ডটার ইত্যাদি ছবিতে বা সিরিজে দেখা গিয়েছে।
For all the latest entertainment News Click Here