সুইডেনের কাছে হেরে স্পেনের সফর শুরু করল ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দল
ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দল বর্তমানে স্পেনের সফরে রয়েছে। এই সফরের প্রথম ম্যাচে তারা সুইডেনের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলের মেয়েরা সুইডেনের অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলের কাছে ১-৩ গোলে পরাজিত হয়েছে। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আগে ভারতীয় দলের এক্সপোজার ট্যুরের এটিই ছিল প্রথম ম্যাচ। সোমবার রাতে খেলা এই ম্যাচে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন সুধা তিরকে। ম্যাচের ৬২ মিনিটে ভারতের হয়ে গোলটি করেন তিনি।
এই ম্যাচে যেখানে সুইডেন অনূর্ধ্ব-১৭ মহিলা দলের হয়ে ইদা গ্রামফরস ম্যাচের চুয়াল্লিশ মিনিটে নিজের দলের হয়ে ও ম্যাচের প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে সুইডেনের হয়ে ব্যবধান বাড়িয়ে নেনসারাহফ্রিগ্রেন। ম্যাচের ৫২ মিনিটেসারাহ গোলে সুইডেন ২-০ এগিয়ে যায়।এর দুই মিনিট পরেই সেলমাঅ্যাস্ট্রোমগোলকরে ব্যবধান ৩-০ করে সুইডেন। ম্যাচের ৫৪ মিনিটে ভারতের তরুণীদের অনেকটাই পিছনে ফেলে সুইডেনে তরুণীরা। সেখান থেকে ম্যাচে ফেরার চেষ্টা করে ভারত।এই ম্যাচে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন সুধা তিরকে। ম্যাচের ৬২ মিনিটে ভারতের হয়ে গোলটি করেন সুধা। শেষ পর্যন্ত ১-৩ ব্যবধানে ম্যাচে হেরে অভিযান শুরু করল ভারত।
আরও পড়ুন… বেঁচে উঠলেন মৃত পাক ক্রিকেটার! নিজের মৃত্যুর সংবাদ পেয়ে চমকে গেলেন বাবরের সতীর্থ
ম্যাচের কথা বললে, ম্যাচের প্রথম গোলটি আসে হাফ টাইমের কয়েক মিনিট আগে,যখন সারাহ ফ্রিগ্রেনের একটি কর্নার কিক ইডা গ্রামফর্সের কাছে যায় এবং বল গোলপোস্টে রেখে সুইডেনকে ১-০ তে এগিয়ে দেয়। সুইডিশ মেয়েরা তখন ম্যাচে আধিপত্য বিস্তার করছে এবং ভারতীয় গোলের সামনে অনেক সুযোগ তৈরি করছে। ৫২তম মিনিটে ফ্রিগ্রেনের রিবাউন্ড শটে সুইডেন তাদের লিড দ্বিগুণ করে। দুই মিনিট পর ৫৪ মিনিটে সেলমা অ্যাস্ট্রোম সুইডেনের হয়ে তৃতীয় গোলটি করেন।
আরও পড়ুন… Team India-তে কী উপেক্ষিত পন্ত? একটি ভাইরাল ভিডিয়োতে দেখে তেমনই দাবি ভক্তদের
ভারতের প্রধান কোচ ডেনারবি তারপরে নিজের দলে তিনটি পরিবর্তন করেন,লিন্ডা কম,বাবিনা দেবী এবং বর্ষিকার জায়গায় সুধা, শুভাঙ্গী এবং শিল্কিকে নিয়ে আসেন। মাঠে নামার সঙ্গে সঙ্গে সুধা তিরকে তাঁর তাৎক্ষণিক প্রভাব দেখান এবং ম্যাচের ৬২ তম মিনিটে একটি গোল করে ভারতের খাতা খোলেন। যদিও এর পরে ভারতীয় দল গোল করার অনেক চেষ্টা করেছিল,কিন্তু তারা সেভাবে সফল হতে পারেননি। এবং শেষ পর্যন্ত ভারতকে ১-৩ গোলে হারের মুখে পড়তে হয়েছিল।
For all the latest Sports News Click Here