সিসিপাসকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ১০ নম্বর খেতাব জকোভিচের, ছুঁলেন রাফার নজির
গ্রিসের স্টেফানোস সিসিপাসকে স্ট্রেট সেটে উড়িয়ে ফের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন নোভাক জকোভিচ। সেই সুবাদে সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরিখে রাফায়েল নাদালের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেন জোকার।
ফাইনালের প্রথম সেটে সিসিপাসকে ৬-৩ গেমে হারিয়ে দেন নোভাক। দ্বিতীয় সেট টাই-ব্রেকারে গড়ায়। ৭-৬ (৭/৪) গেমে দ্বিতীয় সেট জেতেন সার্বিয়ান তারকা। তৃতীয় সেটও গড়ায় টাই-ব্রেকারে। শেষমেশ ৭-৬ (৭/৫) গেমে তৃতীয় সেট পকেটে পুরে চ্যাম্পিয়ন হন জকোভিচ। সুতরাং, ২ ঘণ্টা ৫৬ মিনিটের লড়াইয়ে ম্যাচের চূড়ান্ত ফল দাঁড়ায় জকোভিচের অনুকূলে ৬-৩, ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/৫)। এই নিয়ে মোট ১০ বার তিনি অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতলেন।
উল্লেখযোগ্য বিষয় হল, এটি জকোভিচের কেরিয়ারের ২২ নম্বর গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়। এই নিরিখে জোকার ছুঁয়ে ফেলেন নাদালকে। স্প্যানিশ তারকাও বর্ণোজ্জ্বল কেরিয়ারে এখনও পর্যন্ত মোট ২২টি মেজর ট্রফি জিতেছেন।
আরও পড়ুন:- WPL 2023: আমদাবাদের মেন্টর মিতালি, মেয়েদের আইপিএলে দিল্লির ‘কোচ’ হওয়ার প্রস্তাব ঝুলনকে
জকোভিচ ২০০৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হন। সেটি ছিল তাঁর কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়। পরে ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে মেলবোর্ন পার্কে বিজয় পতাকা ওড়ান জকোভিচ। করোনা টিকা না নেওয়ায় ২০২২ সালে অস্ট্রলিয়ান ওপেন খেলতে দেওয়া হয়নি জকোভিচকে। এবার তিনি খেতাব পুনরুদ্ধার করলেন। উল্লেখ্য, সব থেকে বেশি অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি জয়ের রেকর্ড আগেই নিজের নামে করেছিলেন জোকার। এবার তিনি প্রথম ও একমাত্র পুরুষ তারকা হিসেবে অজি ওপেনের ১০টি সিঙ্গলস খেতাব জয়ের নজির গড়েন।
আরও পড়ুন:- Australian Open পরিস্থিতির বিচারে জীবনের সবচেয়ে বড় জয়, বললেন স্বপ্নের সওদাগর জকোভিচ
এছাড়া জকোভিচ ফরাসি ওপেন (২০১৬ ও ২০২১) জিতেছেন ২ বার। তিনি উইম্বলডনের (২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯, ২০২১ ও ২০২২) খেতাব হাতে তুলেছেন ৭ বার। সার্বিয়ান তারকা ইউএস ওপেন (২০১১, ২০১৫ ও ২০১৮) চ্যাম্পিয়ন হয়েছেন মোট তিনবার। এই জয়ের সুবাদে জকোভিচ বিশ্বের এক নম্বর টেনিস তারকার মুকুট ফিরে পান।
অন্যদিকে সিসিপাস এই নিয়ে দ্বিতীয়বার কোনও মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠেও খেতাব জিততে ব্যর্থ হন। এর আগে তিনি ২০২১ সালের ফরাসি ওপেনের ফাইনালে ওঠেন এবং রানার্স হয়েই সন্তুষ্ট থাকেন। অস্ট্রেলিয়ান ওপেনে এর আগে তিনবার (২০১৯, ২০২১ ও ২০২২) সেমিফাইনালে ওঠেন সিসিপাস। সুতরাং, বছরের প্রথম মেজর ট্রফির ইতিহাসে এটিই তাঁর সেরা পারফর্ম্যান্স।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here