সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা এবার বেড়াতে যাচ্ছেন মহাকাশে! গল্প নয়, সত্যি সত্যি
ছুটিতে বেড়াতে যেতে ভালোবাসেন না— এমন ক’জনই বা আছে! কিন্তু ছুটিতে কোথায় বেড়াতে যাবেন, তা নিয়ে সংশয়ে থাকেন অনেকেই। তবে এই সংশয়ে নেই ছোটপর্দার এক জনপ্রিয় অভিনেতা। কারণ তিনি পেয়ে গিয়েছেন বেড়াতে যাওয়ার আমন্ত্রণ। আর গন্তব্যটাও একটু অন্য রকম। সেটি হল মহাকাশ।
হালে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের তরফে নানা দেশের বহু শিল্পীকে মহাকাশে নিয়ে যাওয়া হচ্ছে। বলা হয়েছে, শুধু মহাকাশে নিয়ে যাওয়া নয়, চাঁদের একদম ২০০ কিলোমিটারের মধ্যে থাকবেন তাঁরা। মহাকাশযানটি চাঁদকে পাক মারবে। তার পরে আবার পৃথিবীতে ফিরে আসবে। আর যাঁদের এই পর্যটনে নিয়ে যাওয়া হবে, সেই তালিকায় রইলেন ছোটপর্দার এই অভিনেতা।
জাপানের ধনকুবের ইউসাকু মায়েজাওয়া এই প্রোজেক্টটির নেতৃত্ব দিচ্ছেন। এটির নাম দেওয়া হয়েছে ‘ডিয়ার মুন’। সম্প্রতি তিনিও সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন, তাঁর সঙ্গী হচ্ছেন কারা। তবে দলে অতিরিক্ত দু’জনের নামও আছে। যদি শেষ পর্যন্ত কেউ যেতে না পারেন, তাহলে সেই দু’জনের থেকে বেছে নেওয়া হবে। তবে ছোটপর্দার এই অভিনেতার নাম কিন্তু আছে প্রথম তালিকাতেই।
কে এই অভিনেতা? নিশ্চয়ই ভাবছেন এত ক্ষণ ধরে। ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় এই অভিনেতাকে গোটা ভারতই চেনে। তাঁর নাম দেব যোশী। চিনতে পারছেন? যদি না পেরে থাকেন, তাহলে আপনাকে বলে দেওয়া যেতে পারে, ছোটদের জন্য হওয়া একটি সিরিয়ালে দীর্ঘ দিন ধরে অভিনয় করেছিলেন তিনি।
সংবাদমাধ্যমকে দেব জানিয়েছেন, এই মহাকাশযাত্রা তাঁর জীবনটাকেই হয়তো বদলে দেবে আগামী দিনে। এই ‘বেড়ানো’টি পুরোপুরি কাজে লাগানোর পাশাপাশি তিনি অনেক কিছু শিখতে চান বলেও জানিয়েছেন।
For all the latest entertainment News Click Here