সিরিজে পিছিয়ে থাকলেও নিউজিল্যান্ডকে পিছনে ফেলে শীর্ষস্থান দখলে রেখেছে ভারত
রবিবার হ্যামিল্টনে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। যদিও এরপরে স্বাগতিক নিউজিল্যান্ড সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে। তবে সিরিজে কেন উইলিয়ামসনের দল এগিয়ে থাকলেও ভারতের থেকে দুই ধাপ পিছিয়ে রয়েছে। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। যদিও ভারত বিশ্বকাপ সুপার লিগের টেবিলের শীর্ষস্থানে রয়েছে।রবিবার বৃষ্টির কারণে ম্যাচ দেরি করে শুরু হলেও টস পর্যন্ত বৃষ্টি হয়নি। স্বাগতিক নিউজিল্যান্ড প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং বৃষ্টির কারণে ওপেনার শিখর ধাওয়ান এবং শুভমন গিল প্রথমবার খেলা বন্ধ করার আগে ভারতের পঞ্চম ওভারে ২২/০ রান করে ছিলেন।
আরও পড়ুন… ODI World Cup 2023: ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে- রিপোর্ট
ভারী বৃষ্টির কারণে খেলা বিলম্ব হতে থাকে৷ অবশেষে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আবার শুরু হয় খেলা তবে সেই খেলা ৫০এর বদলে ২৯ ওভারের করা হয়। দীর্ঘ বিরতি ধাওয়ানকে স্থির হওয়ার সুযোগ দেয়নি, কারণ ম্যাট হেনরি দ্বিতীয় বলে তাকে আউট করেন। এরপর গিলকে ফিরিয়ে দেয় কিউয়ি বোলাররা। এরপরে ইনিংস এগিয়ে নিয়ে যান সূর্যকুমার যাদব। তবে, বৃষ্টি আবার খেলা ব্যাহত করে, খেলোয়াড়দের মাঠের বাইরে চলে যেতে বাধ্য করে এবং ম্যাচটি বাতিল করা হয়।
আরও পড়ুন… সঞ্জু একাদশে নেই, চটেছেন ভক্তরা! ফিফা বিশ্বকাপের মঞ্চে স্যামসনের জন্য বার্তা
ম্যাচটি ভেসে যাওয়ার পর নিউজিল্যান্ড ও ভারত পাঁচ পয়েন্ট করে পায়। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের টেবিলে পরিবর্তন এসেছে। টুর্নামেন্টের আয়োজক হওয়ার কারণে ভারত স্বয়ংক্রিয়ভাবে ICC পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর জন্য যোগ্যতা অর্জন করবে। কিন্তু এখনও ১৩৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারত। ইংল্যান্ডের ঠিক নীচে নিউজিল্যান্ড এখন ১২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। নিউজিল্যান্ড তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে এবং ৩০ নভেম্বর ক্রাইস্টচার্চে তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাদের জয়ের ফলে তাদের CWCSL টেবিলের তৃতীয় থেকে শীর্ষে নিয়ে যেতে পারে।
তবে এই তালিকার চার নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ১২০। বাংলাদেশ রয়েছে পাঁচ নম্বরে। তাদের পয়েন্ট ১২০। পাকিস্তানেরও পয়েন্ট ১২০, তবে তারা রয়েছে তালিকার ছয় নম্বরে। আফগানিস্তান চলে এসেছে সপ্তম স্থানে। তাদের পয়েন্ট ১১৫। তালিকার আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৮৮ পয়েন্ট সংগ্রহ করেছে। তালিকার নয় নম্বরে আয়ারল্যান্ড রয়েছে। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা রয়েছে যথাক্রমে তালিকার ১০ ও ১১ নম্বরে। তালিকার ১২ নম্বরে জিম্বাবোয়ে ও ১৩ নম্বরে নেদারল্যান্ডস রয়েছে।
For all the latest Sports News Click Here