সিরাজের পথে হেঁটে County-তে নাম লেখালেন, Glamorgan-এর হয়ে খেলবেন শুভমন গিল
মহম্মদ সিরাজের পথই অনুসরণ করলেন শুভমন গিল। নাম লেখালেন কাউন্টি চ্যাম্পিয়নশিপে। শুভমন গিল কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্ল্যামারগানের হয়ে খেলবেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে ভালো ছন্দে রয়েছেন শুভমন।
আসন্ন নিউজিল্যান্ডের ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজে তাঁকে ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক করার ভাবনা ছিল বোর্ডের নির্বাচকদের। কিন্তু সেটা সম্ভবত হচ্ছে না। সে ক্ষেত্রে প্রিয়ঙ্ক পাঞ্চালকেই অধিনায়ক করা হতে পারে বলে জানা গিয়েছে। প্রিয়ঙ্ককেও না পাওয়া গেলে তালিকা রয়েছে হনুমা বিহারীর নামও।
আরও পড়ুন: দুরন্ত সেঞ্চুরি, সচিনের রেকর্ড ভেঙে জিম্বাবোয়েতে নতুন ইতিহাস শুভমনের
জিম্বাবোয়ের বিরুদ্ধে ওডিআই সিরিজেও ভালো ছন্দে শুভমন। প্রথম ওডিআই-ও তিনি ৭২ বলে ৮২ রান করেন। প্রথম একদিনের ম্যাচে শিখর ধাওয়ান (১১৩ বলে ৮১ রান) এবং গিলের হাত ধরে ১০ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত।
দ্বিতীয় ওডিআই-এ করেন ৩৪ বলে ৩৩ রান। এই ম্যাচে ৫ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজ কেএল রাহুলের টিম ২-০ জিতে যায়।
ভারত বনাম জিম্বাবোয়ের তৃতীয় ওডিআই-এর লাইভ আপডেট জানতে ক্লিক করুন এখানে: https://bangla.hindustantimes.com/sports/ind-vs-zim-live-blog-live-score-and-all-updates-of-india-vs-zimbabwe-3rd-odi-at-harare-sports-club-31661149654770.html
তৃতীয় ওডিআই-এও সেঞ্চুরি করেছেন শুভমন গিল। এ দিন ৯৭ বলে ১৩০ করেছেন শুভমন। সেই সঙ্গে তিনি ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের অনন্য রেকর্ড। ১৯৯৮ সালে জিম্বাবোয়েতে গিয়ে তাদের বিরুদ্ধেই সচিন অপরাজিত ১২৭ রান করেছিলেন। সেই রেকর্ডই এ দিন ভেঙে দিলেন শুভমন। এ দিন শুভমন ১৩০ রান করেন। এটিই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে জিম্বাবোয়েতে করা সর্বোচ্চ রান। শুভমনের লক্ষ্য সম্ভবত, অক্টোবর থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়া।
যদিও শুভমন ভারতের টি-টোয়েন্টি দলের অংশ নয়। তবে তিনি যে রকম খেলছেন, তাতে তাঁর টি-টোয়েন্টি টিমে ঢুকে পড়াটা অসম্ভব কিছু নয়।
For all the latest Sports News Click Here