সিনে জগতে চমক দিতে চলেছেন ইরফান, ট্রেলারেই ঘায়েল রায়না, ৩১ অগস্ট ছবির মুক্তি
নতুন অবতারে এ বার দেখা মিলবে ইরফান পাঠানের। ব্যাট-বল ছেড়ে এ বার একজন ইন্টারপোল এজেন্টের ভূমিকায় দেখা যাবে ভারতের প্রাক্তন তারকা অলরাউন্ডারকে। নতুন ভূমিকায় ইরফান দেখার অপেক্ষায় তাঁর ভক্তরাও।
আরও পড়ুন: ঘুরিয়ে কোহলিকে T20 বিশ্বকাপে বাদ দিতে বলে দিলেন ইরফান পাঠান!
আসলে বড় পর্দায় ডেবিউয়ের অপেক্ষায় রয়েছেন ইরফান পাঠান। দক্ষিণ ভারতের বিখ্যাত অভিনেতা বিক্রমের ছবি ‘কোবরা’র হাত ধরেই সিনে জগতে পা রাখতে চলেছেন ইরফান। বৃহস্পতিবার (২৫ অগাস্ট) এই সিনেমার ট্রেলার রিলিজ করেছে। সেখানেই একজন ইন্টারপোল এজেন্টের ভূমিকায় দেখা গিয়েছে ইরফানকে। আর সেই ট্রেলার দেখে মুগ্ধ সুরেশ রায়না।
আরও পড়ুন: বিমানবন্দরে ইরফান পাঠানের সঙ্গে দুর্ব্যবহার! ভিস্তারার বিরুদ্ধে বড় অভিযোগ
টুইটে রায়না লিখেছেন, ‘ভাই ইরফান পাঠান, আজ তোমার জন্য আমি খুবই আনন্দিত। কোবরা সিনেমায় তোমাকে অভিনয় করতে দেখলাম। দেখে মনে হচ্ছে, এটা একটা ভরপুর অ্যাকশন সিনেমা। তোমার পাশাপাশি এই সিনেমার প্রত্যেক সদস্যের সাফল্য কামনা করছি। সম্পূর্ণ সিনেমাটা দেখার জন্য আর তর সইতে পারছি না।’
পাল্টা ধন্যবাদ জানিয়ে ইরফান লিখেছেন, ‘ধন্যবাদ ভাই। তোমাকে এবং তোমার পরিবারকে অনেক ভালবাসা’
প্রাক্তন অলরাউন্ডারকে নতুন রুপে দেখার অপেক্ষায় রয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকেরাও। জানা গিয়েছে, আগামী ৩১ অগস্ট ইরফান পাঠানের এই সিনেমা মুক্তি পেতে চলেছে। এই সিনেমায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার, সুপারস্টার বিক্রম ছাড়াও রয়েছেন কেজিএফ খ্যাত শ্রীনিধি শেঠিও।
ইতিমধ্যেই সিনেমাটির ট্রেলার দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, এটি একটা থ্রিলার সিনেমা। পাশাপাশি অ্যাকশনে ভরপুর। আর ট্রেলারে ইরফান পাঠানকে দেখার পর থেকে ভারতীয় ক্রিকেট মহল বেশ আবেগপ্রবণ। উত্তেজনায় টগবগ করে ফুটছে। ইতিমধ্যেই টুইটারে সেই আবেগের বিস্ফোরণও চোখে পড়ার মতোই।
ইরফান পাঠান ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতের হয়ে মোট ২৯টি টেস্ট, ১২০টি ওডিআই এবং ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন। পাঠান লাল বলের ক্রিকেটে ১০০টি উইকেট নিয়েছেন, ওডিআই-এ নিয়েছে ১৭৩টি উইকেট। এবং সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ২৮টি উইকেট নিয়েছেন। এছাড়াও তিনি টেস্টে ১,৩০৫ রান করেছেন। ওয়ানডে-তে করেছেন ১,৫৪৪ রান। এবং টি-টোয়েন্টিতে ১৭২ রান করেছেন।
For all the latest Sports News Click Here