সিনেমা হলের পপকর্নে কমছে GST, কিন্তু দাম কমছে কি আদৌ? বিল দেখে হতবাক জনৈক
সিনেমা হলে বিক্রি হওয়া খাবারের উপর থেকে করের অঙ্ক কমানোর সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র সরকার।GST কমিটির বৈঠকে ঠিক হয়েছে করের পরিমাণ ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হবে। কিন্তু তাতে সাধারণ মানুষের সিনেমা হলে যাওয়ার প্রতি আগ্রহ কতটা বাড়বে? এই প্রশ্ন আবারও তুলে দল একটি ভাইরাল পোস্ট।
সম্প্রতিGST কমিটির বৈঠকে সিনেমা হলে বিক্রি হওয়া খাবারের উপর থেকে কর কমানোর সিদ্ধান্তের সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছিল, এর পরে হয়তো দর্শক বেশি করে হলমুখী হবেন। কিন্তু সেই আলোচনায় যে যুক্তির খামতি আছে, তা প্রমাণিত হয়ে গলে একটি ঘটনায়। কী সেই ঘটনায়?
(আরও পড়ুন: সিনেমা দেখতে গিয়ে পপকর্ন খেলে এবার কম দাম দিতে হবে, কমছে GST)
হালে সোশ্যাল মিডিয়ায়PVR সিনেমার তরফে একটি পোস্ট করা হয়। সেখানে দাবি করা হয়েছে, এই হলের কর্তৃপক্ষ মনে করেন, সব ধরনের মতামতেরই গুরুত্ব আছে। এবং সেটিকে সম্মান জানানো উচিত। আর তাই ভারতীয় দর্শকদের জন্য বিশেষ অফার আনা হয়েছে হলের তরফে। কী সেই অফার?
সপ্তাহান্তের তিন দিন বাদ দিয়ে ৯৯ টাকায় পাওযা যাচ্ছে বার্গার, সিঙারা, স্যান্ডউইচ সহযোগে ঠান্ডা পানীয়। আর শুক্র-শনি-রবিবারের বিশেষ অফার হল, ‘আনলিমিটেড’ পপকর্ন এবং বিশেষ ব্র্যান্ডের ঠান্ডা পানীয়। আর সেটি নিয়েই ভাইরাল পোস্ট।
এর পরেই সোশ্যাল মিডিয়ায় ত্রিদিব কে মণ্ডল নামের একজন এই সিনেমা হলের একটি বিলের ছবি পোস্ট করেন। তিনি লেখেন, ৫৫ গ্রাম পপকর্নের জন্য তাঁকে দিতে হয়েছে ৪৬০ টাকা। আর ৩৬০ টাকা ৬০০ মিলিলিটার ঠান্ডা পানীয়ের জন্য। পোস্ট করে এই ব্যক্তি লেখেনস দু’টির দাম জুড়লে যা দাঁড়ায়, তাতে কোনও একটি ওটিটি মাধ্যমের সারা বছরের খরচ উঠে আসে। এর সঙ্গেই তিনি জুড়ে দেন, এই কারণেই হালে সিনেমা হলে যাওয়ার প্রতি আগ্রহ হারাচ্ছেন সাধারণ দর্শক। এই ব্যক্তি আরও বলেন, এগুলি কেনার জন্য তাঁকে মোটেই জোর দেওয়া হয়নি। কিন্তু সিনেমা দেখার মধ্যে যে মজাটি আছে, তার সঙ্গে এগুলি সম্পর্কিত। আর আগুন দামের কারণেই সেগুলি ছোঁয়া যাচ্ছে না। ফলে মজাটাই হারিয়ে যাচ্ছে।
তাঁর এই পোস্টের তলায় একের পর এক মন্তব্যের ভিড় জমেছে দ্রুতই। অনেকেই বলেছেন, এই কারণেই ওটিটি মাধ্যম আস্তে আস্তে সবটা নিয়ে নিচ্ছে, সিনেমা হলে যাওয়ার প্রয়োজন আর প্রায় থাকছেই না।
For all the latest entertainment News Click Here