সিনেমা বা অ্যালবাম নয়, এবার নাটকের জন্য সুর বাঁধছেন রূপম
বাংলার রক বলতে একটি মানুষের নাম, এবং একটি ব্যান্ডের কথাই মনে আসে। রূপম ইসলাম এবং ফসিলস। তাঁর কণ্ঠে কখনও থাকে অ্যাসিডের মতো হার্ড রক তো কখনও কিশোরী তোর গানটির মতো সফট গান। বাদ দেন না নজরুল গীতি বা রবীন্দ্র সঙ্গীত গাইতে। তাঁকে আবার মা-এর মতো রাগাশ্রয়ী গান গাইতে শোনা গিয়েছে। সিনেমা থেকে মঞ্চ সবেতেই দাপিয়ে কাজ করেছেন তিনি। করছেন। তবে নাটকের মঞ্চে রূপম? এটার সঙ্গে অনেকেই বোধহয় পরিচিত নন। তাহলে জানাই দেবেশ চট্টোপাধ্যায়ের আগামী নাটক খক্কোসের সঙ্গীত পরিচালনা করছেন তিনি।
এই নাটকের মহড়া এখনও শুরু হয়নি। তবে নাটকের গান এখনই প্রস্তুত হয়ে গিয়েছে। এই নাটকের জন্য কেমন গান বানিয়েছেন রূপম? সেই বিষয়ে তিনি আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘গানের কথা আমায় যেদিকে নিয়ে যাচ্ছে আমি সেদিকেই যাচ্ছি। রক মিউজিক আসতে করে। তবে তাতে আমি সীমাবদ্ধ থাকব না। এক্ষেত্রে দেশজ সুর আমার প্রধান অবলম্বন হবে।’ ব্যাপারটা ঠিক কেমন? এই বিষয়ে তিনি বিস্তারিত বলেন, দেশ বলতে তাঁর কাছে কিছু শব্দ, বোধ। ধরা যাক গানের কথায় যদি থাকে ওই রাজা আসছে তাহলে সেখানে যে ধরনের উচ্চগ্রামের সুর প্রয়োজন হবে তেমনটাই থাকবে। মানুষ যা শুনতে অভ্যস্থ সেটাই থাকবে।
এই নাটকের জন্য গান লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য। না, অভিনেতা নন, সাংবাদিক অনির্বাণ ভট্টাচার্য। রূপম নাকি ইতিমধ্যেই সেই গানের ৬-৭ টার সুর দিয়ে দিয়েছেন। আপাতত তিনি বাড়ি থেকে সুর করে পাঠাবেন তারপর মহড়া দিতে যাবেন। শুনবেন সকলে ঠিক মতো গাইছেন কিনা।
তবে এই বিষয়ে উল্লেখযোগ্য, এটাই প্রথম নাটক নয় যেখানে রূপম কোনও সঙ্গীত পরিচালনা করছেন। এর আগে তিনি চারটে নাটকে কাজ করেছেন। এটি তাঁর পাঁচ নম্বর নাটকের কাজ। গায়ক নাকি খুব ছোট থেকেই নাটকের সঙ্গে জড়িত। তাঁর মা ছন্দিতা ইসলামের একটি নাটকে দল ছিল। সেখানেই রূপম প্রথম সুরকার হিসেবে কাজ করেন। তাঁর কথায়, ‘আমার প্রথম কম্পোজিশন নাটকের মঞ্চেই। প্রথম সুর দিই আমার মায়ের লেখা গানে, এবং সেটা নাটকের জন্যেই। মায়ের নাটকের দল ‘ইয়ং থিয়েটার’-এর দু’টি নাটকে সঙ্গীত পরিচালনা করেছিলাম আমি। বাবার মতো শিল্পী থাকতে অল্প বয়সে আমার সেই সুযোগ পাওয়া খুব সহজ ছিল না।’
এছাড়া তিনি অশোকনগর নাট্যমুখ দলের নেমেসিস নাটকের জন্য এবং ব্রাত্য বসুর মৃত্যু ইশ্বর যৌনতা নাটকে সুর দিয়েছেন।
কোন গল্প দেখা যাবে খক্কোস গল্পে? জানা গিয়েছে এখানে এক ফ্যান্টাসি ল্যান্ডের গল্প ধরা পড়বে। এখানে বাঁধা থাকবে না কোনও দেশ বা কালের। তাই গায়ক এই ক্ষেত্রে তিনি উপকথার সুরকে আশ্রয় করতে চাইছেন বলে জানিয়েছেন। খক্কোস নাটকটি ১৮ এপ্রিল রবীন্দ্র সদনে মঞ্চস্থ হবে।
For all the latest entertainment News Click Here