সিনিয়র নয়, জুনিয়র দল নিয়েই কলকাতা লিগে নামছে মোহনবাগান, সামনে পাঠচক্র
মোহনবাগান তাবু কাঁপাচ্ছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মোহনবাগানের আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। এর ঠিক পরের দিন কলকাতা প্রিমিয়র লিগে অনূর্ধ্ব-২৩ নামছে সবুজ-মেরুন ব্রিগেড। আগামীকাল কলকাতা প্রিমিয়ার লিগে অনূর্ধ্ব-২৩ দল নামাতে চলেছে তারা। এই ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ পাঠচক্র। নৈহাটি স্টেডিয়ামে হবে এই ম্যাচ।
শতাব্দী প্রাচীন এই ক্লাব বহু ইতিহাস এবং রেকর্ডের সাক্ষী। আরও একবার নতুন রেকর্ড করতে চলেছে তারা। আইএসএলে গত মরশুমে চ্যাম্পিয়ন হয়েছে তারা। নিজেদের নামও বদলে ফেলেছে। সমর্থকদের দাবিকে মান্যতা দিয়ে নতুন নাম রাখা হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই নতুন নামে এই বছর আইএসএল খেলবে তারা। তার আগেই শুরু হতে চলেছে কলকাতা লিগ। যেখানে অনূর্ধ্ব-২৩ দল নামাবে মোহনবাগান। সেখানে খেলবে মোহনবাগান। এই দলকে মূলত তারা সিনিয়র দলের সাপ্লাই লাইন হিসেবে ব্যবহার করতে চলেছে। কোচ বাস্তব রায়ের কোচিংয়ে যে দলটি কলকাতা প্রিমিয়ার লিগে খেলতে নামবে। নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের গড় বয়স ২২।
কলকাতা লিগে এর আগে কোনও দিন অনূর্ধ্ব-২৩ দল নামায়নি তারা। এই বছরে জেতার লক্ষ্য এবং নতুন চ্যালেঞ্জ নিয়ে তরুণ প্রতিভা সম্পন্ন তুলে এনেছে পালতোলা শিবির। দলে রয়েছেন সুমিত রাঠি, ফারদিন আলি মোল্লা, সুহেল আহমেদ ভাট, রাজ বাসফোরের মতো খেলোয়াররা। নতুন নিয়ম অনুযায়ী এই বছর কলকাতা প্রিমিয়ার লিগ প্রথমবার বিদেশীদের ছাড়া খেলা হচ্ছে। ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন নিয়ম অনুযায়ী কোনও বিদেশী ফুটবলার কলকাতা প্রিমিয়র লিগেও খেলতে পারবে না বলেই আগেই জানানো হয়। সেই নিয়ম মেনেই সব ক্লাব নিজেদের দল নামাতে চলেছে।
মোহনবাগানের পাশাপাশি এবছর দল নামাবে ইস্টবেঙ্গলও। গত বছরের চ্যাম্পিয়ন মহামেডান রয়েছে। তাই এইবার কলকাতা লিগে এই তিন প্রধানের অনূর্ধ্ব-২৩ লড়াই দেখতে পাওয়া যাবে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আইএসএল খেললেও মহামেডান এই টুর্নামেন্ট খেলে না। তাই স্বাভাবিকভাবেই কলকাতা প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ইতিমধ্যেই কলকাতা লিগ শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েকটি ম্যাচও হয়ে গিয়েছে। অবশ্য কলকাতা লিগে এখনও তিন প্রধান তাদের অভিযান শুরু করেনি। আগামীকাল অর্থাৎ বুধবার কলকাতা লিগ শুরু করবে মোহনবাগান।
For all the latest Sports News Click Here