সিদ্ধান্তের ভাইয়ের ‘বচপন কা প্যায়ার’ দীপিকা, নায়িকাকে দেখে লাজে রাঙা হয়েছিল সে!
ছেলেবেলা থেকেই দীপিকার প্রেমে পাগলপাড়া অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর ভাই। এমনটাই ফাঁস করলেন স্বয়ং অভিনেতা। ‘গেহরাইয়া’ ছবিতে সিদ্ধান্ত-দীপিকার রসায়ন নিয়ে আলোচনার শেষ নেই, এর মাঝেই সিদ্ধান্ত জানালেন বাস্তব জীবনে দীপিকার একনিষ্ঠ ভক্ত তাঁর ভাই।
‘গল্লি বয়’-এর এমসি শের বলেন, দীপিকার সঙ্গে কাজ শুরুর আগেই তিনি জানতেন নিজের সেরাটা উজার করে দিতে হবে। টাইমস অফ ইন্ডিয়াকে সিদ্ধান্ত বলেন, ‘আমার ছোট ভাইয়ের ক্রাশ দীপিকা। একদিন আমাদের ছবির সেটে ও এসেছিল। দীপিকাকে দেখে তো লজ্জায় লাল ও। ওর তখন ৩-৪ বছর বয়স হবে, যখন আমরা ওম শান্তি ওম দেখেছিলাম। ওই বয়স থেকেই দীপিকার উপর ক্রাশ খাচ্ছে ও। এই ২১শে ফেব্রুয়ারি ১৮-য় পা দিল আমার ভাই। সুতরাং এবার ও গেহরাইয়া দেখতে পাবে। এটা আমার তরফ থেকে ওর জন্য বার্থ ডে গিফট!’ (সঙ্গে মুচকি হাসি)
দীপিকার মতো সিনিয়র অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করতে গিয়ে সাত-পাঁচ ভাবতে হয়েছে তাঁকে অকপটে মেনে নিলেন সিদ্ধান্ত। তিনি বলেন, ‘উফ… উনি দীপিকা পাড়ুকোন! আমি কী করে ওঁনার সঙ্গে রোম্যান্স করব! অনেকবার এটা ভেবেছি! দীপিকা এর আগে শাহরুখ খান, রণবীর সিং, রণবীর কাপুরদের নায়িকা হয়েছে। তাহলে ভাবুন আমার কম্পিটিশন কাদের সঙ্গে। এটা রোম্যান্টিক ফিল্ম, আমি চাইনি লোকে বলুক ছেলেটা করতে পারেনি’।
পরিচালক শকুন বাত্রার এই ছবিতে জাইনের চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধান্ত। হবু বউয়ের দিদির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সে। সেই চরিত্রেই রয়েছেন দীপিকা (আলিশা)। আলিশা আমচকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জটিল হয়ে পড়ে সম্পর্কের সমীকরণ। এই ছবিতে সিদ্ধার্থ, দীপিকা ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন অনন্যা পাণ্ডে ও ধৈর্য্য কারওয়া।
For all the latest entertainment News Click Here