সিজানের বিরুদ্ধে FIR মহিলার, নিজেকে ‘কসৌটি জিন্দেগি’র অভিনেতার স্ত্রী বলে দাবি
‘কাসৌটি জিন্দেগি কে’ ধারাবাহিক খ্যাত অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন এক মহিলা। তিনি নিজেকে সিজান খানের স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে তাঁর নামে FIR দায়ের করলেন। জানালেন তাঁদের মধ্যে এখনও বিচ্ছেদ হয়নি, তবে অভিনেতা তাঁকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন।
‘কাসৌটি জিন্দেগি কে’র অনুরাগ বসু ওরফে সিজান খানের নামে প্রতারণার অভিযোগে এনে আয়শা পিরানি বলেন আমেরিকার ভিসা পেতে অভিনেতা নাকি তাঁকে ব্যবহার করেছেন। তিনি ক্ষতিপূরণ দাবি করেন অভিনেতার থেকে।
চলতি বছরের শুরুর দিকে শোনা গিয়েছিল সিজান তাঁর বহুদিনের প্রেমিকা আফশিনের সঙ্গে বিয়ে করতে চলেছেন। তাঁরা দীর্ঘ ৩ বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন। কিন্তু মাঝখান থেকে এমন কথা যে উঠে আসবে সেটা কে জানত!
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটা সাক্ষাৎকারে আয়শা বলেন, ‘ও আমায় ঠকিয়েছে। স্রেফ আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার আশায় আমায় ব্যবহার করেছে সিজান। আমি আমার সমস্ত সঞ্চয় ওর জন্য খরচ করে ফেলেছি। ও ২০১৩-২০১৬ পর্যন্ত আমার টাকায় বসে খেয়েছে। সারাদিন বাড়িতে থাকত ও, আমি রোজগার করতাম। আমি প্রমাণ পর্যন্ত দেখাতে পারব যে ও কীভাবে আমার ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করত। আমি কখনই ওকে কিছু বলিনি। কিন্তু ও ভুল করেও কখনও আমার থেকে ক্ষমা চায়নি।’
তিনি সিজানের বিরুদ্ধে আরও অভিযোগ এনে বলেন, ‘ও আমায় ঠকিয়ে ডিভোর্স পেপারে সই করিয়েছে। কিন্তু আমি একজন মুসলিম মহিলা আমি এখনও ওর সঙ্গে নিকাহ-র সম্পর্কে আছি। এদিকে ওর মা চায় ওকে এখন কম বয়সী একটার মেয়ের সঙ্গে বিয়ে দিতে। তাই ও আমাদের সম্পর্ক লুকিয়ে এসব করছে। আমি ওর জন্য যা যা যত টাকা খরচ করেছি সব চাই।’
সিজান খান ২০০১ সালের জনপ্রিয় ধারাবাহিক ‘কাসৌটি জিন্দেগি কে’র মাধ্যমে প্রচারের আলোয় আসেন। তাঁকে শেষবার ‘সীতা অর গীতা’ ধারাবাহিকে দেখা গিয়েছিল ২০০৯ সালে।
For all the latest entertainment News Click Here