সিগারেট হাতে ছবি ভাইরাল, সত্যিই এবার বিগ বস-OTT ছাড়ছেন? মুখ খুললেন সলমন খান
সলমন নাকি ‘বিগ বস-OTT’ ছাড়ছেন। বেশ কিছুদিন ধরেই এমনই খবর জোরালো ছিল। শোনা যাচ্ছিল ‘বিগ বস-OTT’র অন্দরে যে ধরনের কাজকর্ম চলছে, তা নিয়ে নাকি বেজায় বিরক্ত ভাইজান। বেশকিছুদিন আগে বিরক্ত হয়ে শো ছেড়ে বের হয়ে যেতেও দেখা গিয়েছিল সল্লুকে। অনুরাগীরা উদ্বিগ্ন ছিল, তবে কি সত্যিই সলমন ‘বিগ বস-OTT’র সঞ্চালনা ছেড়ে দিচ্ছেন? অবশেষে এবিষয়ে মুখ খুললেন সলমন খান।
বিগ বস ওটিটি ছাড়ছেন কিনা, এই প্রশ্নে সংবাদ সংস্থা ANI-কে সলমন বলেন, ‘আমার অনুরাগীরাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং গর্ব! তাদের কারণেই আমি আজ এই জায়গায়। হ্যাঁ, এটা ঠিক আমি শোতে আমার মেজাজ হারিয়ে ফেলি এবং কখনও এমনও ঘটেছে যে রেগে গিয়ে বাইরে বের হয়ে এসেছি। তবে তারপর আমি সবসময় ফিরেই এসেছি। আর সেটা শুধুমাত্র আমার অনুরাগীদের জন্য। তাঁরা ধৈর্য ধরে আমার উইকেন্ড কা বার শো দেখার জন্য অপেক্ষা করে থাকেন।’ অর্থাৎ সলমনের কথাতেই স্পষ্ট তিনি শো ছাড়ছেন না।
আরও পড়ুন-এবার হিন্দি ছবিতে! সলমনের নায়িকার সঙ্গে রোম্যান্স করবেন বাংলাদেশের শাকিব খান
আরও পড়ুন-‘রাজনীতিটা ছেড়ে দিন’, মন্ত্রীমশাই পার্থ ভৌমিককে কেন বললেন শাশ্বত?
আরও পড়ুন-বুড়ো বয়সে চুমু! শাবানার ঠোঁটে ঠোঁট রাখা নিয়ে কী বললেন ধর্মেন্দ্র?
সম্প্রতি সিগারেট হাতে সলমন বিগ বস OTT-র সঞ্চালনা করছেন এমনই একটি দৃশ্য ছড়িয়ে পড়ে। এমনকি সলমনকে F ওয়ার্ড ব্যবহার করতে শোনা যায় বলে খবর। আর তাতেই সলমনকে নেটনাগরিকরা ‘ভণ্ড’ বলেও আক্রমণ করেন। কেউ কেউ ‘ভাইজান’কে আক্রমণ করে প্রশ্ন তোলেন, ‘আপনার কথায় জাদ-আকাঙ্খার চুমু নাকি সংস্কৃতির পরিপন্থী, আর নিজে এসব করছেন?’ যদিও সলমন অনুরাগীদের দাবি ভিডিয়োটি নাকি ভুয়ো। এই ঘটনার পরপর সলমন খানের বিগ বস ওটিটি ছাড়ার খবর শোনা যেতে থাকে। তবে যাই ঘটুক সলমন এবার নিজেই স্পষ্ট করেছেন তিনি ‘বিগ বস-OTT’ ছাড়ছেন না।
প্রসঙ্গত, এবারই প্রথম সলমন ‘বিগ বস-OTT’-র সঞ্চালনা করছেন। এর আগে এই শোয়ের সঞ্চালনা করেছেন করণ জোহর। বর্তমানে এই শোয়ে রয়েছেন পূজা ভাট, বেবিকা ধুরভে, অভিষেক মালহান, অবিনাশ সচদেব, জিয়া শঙ্কর, মনীষা রানি, জাদ হাদিদ, এলভিশ যাদব এবং আশিকা ভাটিয়া। তবে চলতি সপ্তাহে মনীষা কিংবা আশিকাকে শো থেকে বের করা হতে পারে।
For all the latest entertainment News Click Here