সিংহাসনের লড়াই থেকে রক্তের হোলি- ভারতীয় গেম অব থ্রোনস তাজের ট্রেলার মুক্তি পেল
হোলির আগেই রক্তের হোলি খেলা দেখা গেল জি ফাইভ অরিজিন্যালের তাজ: ডিভাইডেড বাই ব্লাডে। সিংহাসনে কে বসবে, কোন ভাইয়ের অধিকার বেশি, যে বড় সে বেশি দাবিদার নাকি যার ক্ষমতা বেশি তার, সিংহাসনে বসার জন্য নোংরা রাজনীতি, হাজারো প্ল্যানিং, প্লটিং তার সঙ্গে যৌনতা সবটাই মিলেমিশে উঠে এল তাজের ট্রেলারে। বহু প্রতীক্ষিত ছবি তাজ: ডিভাইডেড বাই ব্লাডের ট্রেলার মুক্তি পেল ১৭ ফেব্রুয়ারি। এই ওয়েব সিরিজের প্রেক্ষাপট হল মুঘল সাম্রাজ্যের সেরা সময়।
নাসিরউদ্দিন শাহকে এখানে দেখা যাবে বৃদ্ধ আকবরের চরিত্রে। তিনি তাঁর উত্তরসূরিকে কীভাবে বেছে নেবেন সেটাই সেখানে দেখা যাবে। তাঁর তিন ছেলের মধ্যে সিংহাসন নিয়ে যে লড়াই, সেটার গল্পই এখানে ধরা পড়বে।
গোটা ট্রেলার দেখে আপনার ভারতীয় গেম অব থ্রোনস বলে এটিকে মনে হতেই পারে। এই সিরিজে অদিতি রাও হায়দারিকে দেখা যাবে আনারকলির চরিত্র, অসীম গুলাটি থাকবেন সেলিমের চরিত্রে। অন্যদিকে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শুভম কুমার মেহরা, রাহুল বোস, ধর্মেন্দ্র, প্রমুখ। এই সিরিজের মাধ্যমেই ওয়েব দুনিয়ায় পা রাখছেন ধর্মেন্দ্র।
ট্রেলারে দেখা যায় নাসিরউদ্দিন, ওরফে আকবর বলেছেন, ‘এই সিংহাসন, এই সাম্রাজ্য আমি আমার রক্ত দিয়ে তৈরি করেছি।’ এখানেই উঠে আসে তাঁর কষ্ট করে তৈরি করা সাম্রাজ্যের উপর কার অধিকার সব থেকে বেশি? তাঁর বড় সন্তান, নাকি যে সব থেকে যোগ্য তার? অনেক ভেবে তিনি সিদ্ধান্ত নেন যে যোগ্যতার উপর ভিত্তি করে তিনি তাঁর উত্তরসূরি বাছবেন। তার জন্য ঘোষণা করলেন এক লড়াইয়ের। এরপরই ট্রেলার জুড়ে দেখা যায় নানা প্ল্যানিং, নানা প্লটিং। দেখা যায় যৌনতা, সঙ্গে হত্যা, খুনোখুনি। সিংহাসনের লড়াই কীভাবে ভাইয়ে ভাইয়ে শত্রুতা তৈরি করে সেটা নিপুণ ভাবে ট্রেলারেই উঠে এসেছে। সেলিমের চরিত্রে অসীম একদম অন্য রূপে ধরা দিলেন এখানে। সেলিম চিশতির বেশে এই ট্রেলারে দেখা যায় ধর্মেন্দ্রকে।
তবে এই ট্রেলারে সব থেকে বেশি নজর কাড়ে যে সংলাপ, সেটি হল, ‘বাদশাহ বান্না জিসকে নসিব মে হো, উসে আপনি খুশিয়া কুরবান করনি হি পড়তি হ্যায়।’ আগামী ৩ মার্চ মুক্তি পাচ্ছে এই সিরিজ। হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় এটি জি ফাইভে দেখা যাবে।
For all the latest entertainment News Click Here