সালফিউরিক অ্যাসিডে নিভল আগুন!জলসার বাংলা মিডিয়ামে কেমিস্ট্রির বহর দেখে হাসির রোল
বাংলা ধারাবাহিকের অতিরঞ্জিত ব্যাপার-স্যাপার বরাবরই হাসির খোরাক হয় সোশ্যাল মিডিয়ায়। এবারেও সেমনই কিছু দেখা গেল বাংলা মিডিয়াম ধারাবাহিকে। যেখানে সেখানো হল জল তৈরি। আর কেমিস্ট্রির এমন বহর দেখে হাসির রোল উঠল নেটপাড়ায়।
যেখানে দেখা গেল সালফিউরিক অ্য়াসিডের সঙ্গে মিলে গেল কার্বোনেট। আর সাথে সাথে হয়ে গেল জল তৈরি। আর তাই দিয়ে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন নিভে গেল।
স্টার জলসায় সবে শুরু হয়েছে বাংলা মিডিয়াম। মুখ্য চরিত্রে নীল আর তিয়াসা। টেলিভিশনের জনপ্রিয় জুটিকে আগেও দেখেছে দর্শক কৃষ্ণকলি ধারাবাহিকে। ফিরেছে নতুন রূপে, নতুন চেহারায়। শুরুর সপ্তাহেই টিআরপি তালিকায় সেরা পাঁচেও উঠে এসেছে বাংলা মিডিয়াম।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে কেমিস্ট্রি ল্যাবে লেগেছে আগুন। বিজ্ঞানের শিক্ষিকা তিয়াসা আগুন নেভানোর জন্য সালফিউরিক অ্য়াসিডের সঙ্গে মিশিয়ে দেয় কার্বোনেট। তারপর তৈরি হওয়া জল দিয়ে নিভিয়ে দেয় ল্যাবে লাগা আগুন। তিয়াসার চরিত্রের এমন কাণ্ড দেখে সমালোচনার ঝড় উঠেছে। সত্যি তো, কী দরকার পড়াশোনা শেখার যেখানে স্টার জলসা থেকেই কেমিস্ট্রি শেখা যায়।
বাংলা মিডিয়াম ধারাবাহিকে দেখানো হচ্ছে গ্রামের মেয়ে শিক্ষিকা হিসেবে যোগ দেবেন শহরের এক নামকরা ইংরেজি মিডিয়াম স্কুলে। যেখানের মালিক নীল। তিয়াসার ইংরেজি না জানার জন্য পদে পদে হেনস্থা করে স্কুলের সবাই। এমন অবস্থায় গ্রামের মেয়েটা কতটা পারবে সেই স্কুলে নিজের জায়গা তৈরি করতে তাই এই ধারাবাহিকের গল্প।
For all the latest entertainment News Click Here