সারেগামাপা-জয়ী পদ্মপলাশ, অস্মিতা, আালবার্ট, সোনিয়ারা পেলেন কত টাকার পুরস্কার?
রবিবাসরীয় সন্ধেটা বেশ ভালোই কেটেছে সঙ্গীতানুরাগীদের। সুরে সুরে, গানের মূর্ছনায় ডুব দিয়েছেন টেলিভিশনের দর্শকরা। বেশিরভাগ লোকজনের বাড়িতে টিভির পর্দায় চলেছে সারেগামাপা-গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠান। কে হবেন বিজেতা? নিজেদের পছন্দের শিল্পীই জিতলেন কিনা, তা জানতে কৌতুহলী ছিলেন দর্শক। সে যাই হোক, এতক্ষণে সবাই জেনে গিয়েছেন। যুগ্মভাবে জয়ী হয়েছেন লক্ষ্মীকান্তপুরের পদ্মপলাশ হালদার, ও অস্মিতা কর। দ্বিতীয় হয়েছেন আালবার্ট কাবো আর তৃতীয় সোনিয়া গজমের।
সে তো নাহয় হল, তবে যাঁরা জিতলেন তাঁরা পেলেন কী? মানে পুরস্কার হিসাবে কত টাকা জিতে নিলেন? জানা যাচ্ছে সারেগামাপা বিজেতা পদ্মপলাশ হালদার ও অস্মিতা পেয়েছেন ৭ লক্ষ টাকার চেক, সোনার নেকলেস এবং গাড়ি। দ্বিতীয়স্থানে থাকা আলবার্ট কাবো পেয়েছেন তিন লক্ষ টাকা। তবে ফেসবুক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ড জেতায় তিনি আরও অতিরিক্ত ৪ লক্ষ টাকা পান। আর তৃতীয় স্থানাধিকারী সোনিয়া গজমের পেয়েছেন ১ লক্ষ টাকার চেক।
জয়ীর মুকুট মাথায় ওঠা প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার পদ্মপলাশ হালদার বলেন, বিজেতার খেতাব মেলায় ভীষণ ভালো লাগছে। সম্মানীয় বিচারক, অতিথিদের সামনে পারফর্ম করতে পারাটাই অনেক বড় বিষয়।’ অস্মিতার কথায়, ‘দারুন একটা সফরে শামিল হয়েছিলাম, আমার নাম ঘোষণার সময়টা কখনও ভুলব না, খুবই ভালো লাগছে। আমার মা, দাদা, বৌদি এসেছিলেন, তবে বাবা বাড়িতে থেকেই আমার জন্য প্রার্থনা করেছেন। আমি স্টেজে উঠে গান গাইলে বাবা সবসময় প্রার্থনা করেন।’
২০২২-এর ১১ জুন শুরু হয়েছিল এই সারেগামাপা-সিজন, শেষ হল ২০২৩-এর ৫ ফেব্রুয়ারি। চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন মোট ৬ জন। পদ্মপলাশ হালদার, অস্মিতা কর, আলবার্ট কাবো, সোনিয়া গাজমের, বিমান বুলেট সরকার ও ঋদ্ধিমান বিশ্বাস।
এবারে বিচারকের আসনে ছিলেন শান্তনু মৈত্র, রিচা শর্মা এবং শ্রীকান্ত আচার্য। গুরুর আসনে ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। এছাড়াও মেন্টর হিসেবে ইমন চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রথিজিৎ ভট্টাচার্য এবং মিস জোজোকে দেখা গিয়েছিল। সঞ্চালনার দায়িত্বে ছিলেন আবির চট্টোপাধ্যায়। গ্র্যান্ড ফিনালের দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমার শানু এবং সোনু নিগম।
For all the latest entertainment News Click Here