‘সারা দিন মদ খেতাম..’, ‘দিল্লি ৬’-এর ব্যর্থতা! নিজেকে শেষ করতে চেয়েছিলেন পরিচালক
কেরিয়ারের শুরুতেই ‘রং দে বসান্তি’র মতো হিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন রাকেশ ওম প্রকাশ মেহরা। দীর্ঘদিন একটা প্রোজেক্টের সঙ্গে একাত্ম থাকতে ভালোবাসে এই পরিচালক। রং দে বসান্তি মুক্তির তিন বছর পর মুক্তি পেয়েছিল পরিচালকের তৃতীয় ছবি ‘দিল্লি ৬’। দিল্লির ভূমিপুত্র রাকেশের কাছে এই ছবিটি ছিল ‘একান্ত ব্যক্তিগত’। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে অভিষেক বচ্চন, সোনম কাপুর অভিনীত এই ছবি। তার পরের ৬ মাস ওলোট-পালোট হয়ে গিয়েছিল রাকেশ ওম প্রকাশ মেহরার জীবন। অবসাদগ্রস্ত পরিচালক মদের নেশায় ভুল পথে হাঁটতে শুরু করেছিলেন। সম্প্রতি জীবনের সেই অন্ধকারময় অধ্যায় নিয়ে মুখ খুলেছেন তিনি।
‘দিল্লি ৬’ ব্যর্থ হওয়ায় মন ভেঙেছিল রাকেশের, রহমান মিউজিক শিটকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক জানান- ‘শুরুতে ভালো ব্যবসা করেছিল। কিন্তু সোমবার থেকে আমচকাই ছবিটা ডুবে গেল। আর চারিদিকে এই ছবি নিয়ে সমালোচনা শুরু হল, আমার মন ভেঙে ছিল। আমি মদের নেশায় ডুবে গেলাম। প্রায় ছ’মাস একটানা এই দশা ছিল, আমি ঘুম থেকে উঠতে চাইতাম না। যেন একটা খিঁচুনি ভাব, একটা অদ্ভূত শূন্যতার মধ্যে পড়ে গিয়েছিলাম। মনে হত একটা ব্ল্যাক হোলে ঢুকে পড়েছি, বেরানোর পথ নেই। একদিন সকালে নিজেকে বোঝালাম, আমি দেবদাস হয়ে জীবন কাটাতে পারি না। আমাকে ফিরতেই হবে’।
এরপর পরিচালক ফোন করেন ‘দিল্লি ৬’-এর সিনেমাটোগ্রাফার বিনোদ প্রধানকে। জানান, ছবির কিছু অংশের শ্যুটিং এখনও বাকি রয়েছে। রাকেশ জানান, ‘আমরা তিন দিন শ্যুটিং করেছিলাম। ছবির শুরুর দৃশ্য এবং শেষটা সম্পূর্ণ পালটে ফেলা হয়, এরপর সেই ছবিটা নতুন করে সম্পাদনা করে আমরা ইউরোপে পাঠাই, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেটি জায়গা পায়। আমার মধ্যেকার অসম্পূর্ণতাকে পূর্ণতা দান করেছিল এই ঘটনা। আমার ক্ষতগুলোতে মলম লাগিয়েছিল’।
হ্যাঁ, ছবি মুক্তির পর নতুন করে সেই ছবির শ্যুটিং সেরেছিলেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। ১৪ বছর পরেও ‘দিল্লি ৬’-এর সেই নতুন ভার্সন দেখবার সুযোগ হয়নি দর্শকদের। পরিচালক কি ওটিটি প্ল্যাটফর্মে সেই ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন? জবাবে রাকেশ ওমপ্রকাশ মেহরা বলেন, ‘দর্শক কি তৈরি? সত্যি বলতে আমার জানা নেই। হয়ত অদূর ভবিষ্যতে আমি সেই ছবি সবার সঙ্গে ভাগ করে নেব।’
দিল্লি ৬ ছবিতে অভিষেক-সোনম ছাড়াও অভিনয় করেছিলেন ওয়াহিদা রহমান, ঋষি কাপুর, অদিতি রাও হায়দারি, দিব্যা দত্তা, অতুল কুলকার্নিরা। ছবির প্রতিটি গান ছিল সুপারহিট। বিশেষত রহমানের সুর করা, মোহিত চৌহানের গাওয়া ‘মসককলি’ গানটি আজও ভুলতে পারেনি শ্রোতা-দর্শকরা। ‘দিল্লি ৬’-এর পর ‘ভাগ মিলখা ভাগ’ ছবির সঙ্গে সফল কামব্যাক করেন রাকেশ ওম প্রকাশ মেহরা। দৌড়বিদ মিলখা সিং-এর জীবন অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবি।
For all the latest entertainment News Click Here