সারা, অনন্যা সোজাসুজি করণের বাড়িতে গিয়ে অডিশন দেন! বিস্ফোরক দাবি সোনমের
সারা এবং অনন্যার থেকে একটি বিশেষ জিনিস চুরি করতে চান সোনম বাজওয়া! নিজেই একটি সাক্ষাৎকারে জানালেন সেই কথা। গোড্ডে গোড্ডে চা নামক একটি পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই ছবি শীঘ্রই মুক্তি পেতে চলেছে। আপাতত অভিনেত্রী সেই ছবির প্রমোশনে ব্যস্ত আছেন। এক সাক্ষাৎকারে জানান একাধিক বলিউড তারকারা বহু পরিচালকদের চেনেন, ফলে তাঁদের অডিশন দিতে অসুবিধা হয়নি তাঁর মতো।
সোনম মূলত পাঞ্জাবি ছবিতেই অভিনয় করেন। এছাড়া তাঁকে তামিল, তেলুগু ছবিতেও দেখা গিয়েছে। হিন্দি ছবিতে কাজ করেননি তিনি সেভাবে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান অনন্যা পাণ্ডে, সারা আলি খানের মতো স্টার কিডরা সহজেই করণ জোহরের মতো পরিচালকদের নাগাল পেয়ে যান, তাঁদের পরিচিতি আছে। ফলে তাঁদের কাজ পেতেও সুবিধা হয়।
বলিউড বাবলের তরফে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় যে তিনি সারা বা অনন্যার থেকে কোন জিনিস চুরি করতে চান। উত্তরে অভিনেত্রী বলেন, ‘সারা এবং অনন্যার থেকে কিছুই নিতে চাই না। তবে ওরা যেভাবে, যখন খুশি করণ জোহরের বাড়ি গিয়ে আলোচনা করে অডিশন দিয়ে আসতে পারে সেটা যদি…’ ফলে তাঁর কথার ভাঁজ থেকেই স্পষ্ট তিনি কী বলতে চাইছেন।
একটি সাক্ষাৎকারে সোনম হিন্দি ছবির বিষয়েও কথা বলেন। জানান বলিউড থেকে তিনি যে ব্যবহারগুলো পেয়েছেন সেটা কীভাবে তাঁকে আঘাত দিয়েছে। এমনকি বরুণ ধাওয়ানের ছবি স্ট্রিট ড্যান্সারের একটি গানে তাঁর থাকার কথা ছিল বলেও জানান। কিন্তু সেই গানটিকে বাদ দিয়ে দেওয়া হয় বলেও দাবি করেন অভিনেত্রী।
এই বিষয়ে তিনি সিদ্ধাথ কাননকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমার খুব খারাপ লেগেছিল। প্রথমত আমি একটা গানে কাজ করতেই চাইনি। কিন্তু রেমো অত সিনিয়র আর্টিস্ট। বরুণকে সবাই অত ভালোবাসে। তাই টিম থেকে আমায় বারবার বলার পর আমি রাজি হয়েছিলাম গানটার জন্য। কিন্তু ফাইনাল এডিটে গিয়ে গানটিকে বাদ দিয়ে দেওয়া হয়। খুব কষ্ট পেয়েছিলাম।’
সোনমকে সম্প্রতি অক্ষয় কুমার, দিশা পাটানি, মৌনি রায়দের সঙ্গে আমেরিকার ট্যুরে দেখা গিয়েছিল। তাঁকে আগামীতে ক্যারি অন জাট্টা ছবিতে দেখা যাবে। স্মিপ কাং এই ছবির পরিচালনা করেছেন।
For all the latest entertainment News Click Here