‘সারপ্রাইজ প্যাকেজ’ একাধিক আনক্যাপড খেলোয়াড়, ভারত সফরের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
আগামী ফেব্রুয়ারি মাসে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে অজিরা। আর সেই ভারত সফরের জন্য ১৮ জনের দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। শুধুমাত্র টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। প্যাট কামিন্সের নেতৃত্বে ভারতে আসছে অজি দল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নিতে এই সিরিজ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকায় সবার উপরে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
ভারত সফরের কথা মাথায় রেখে দলে অতিরিক্ত স্পিনার রেখেছে অজি টিম ম্যানেজমেন্ট। কারণ ভারত টেস্টে স্পিন সহায়ক উইকেট করবে। তাই ন্যাথন লিঁয়র পাশাপাশি আরও বেশ কিছু স্পিনারকে সঙ্গে নিয়ে ভারতে আসছে টিম অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘এই ভারত সফর আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে নামার আগে নিজেদের বুঝে নেওয়া যাব। শুধু তাই নয়, ভারতকে হারিয়ে নিজেদের শক্তি আরও বৃদ্ধি করাই টার্গেট। ভারতের মাটিতে ওরাই ফেভারিট। ফলে এই সিরিজে ভালো লড়াই দেখা যাবে।’
এই দলে একাধিক স্পিনার রাখার হয়েছে। এই প্রসঙ্গে বেইলি বলেছেন, ‘ভারত স্পিন সহায়ক উইকেট করবে। ফলে ওদের বিরুদ্ধে লড়াই করতে হলে স্পিন দিয়েই বাজিমাত করতে হবে। তাই ন্যাথন লিঁয়র সঙ্গে আরও কয়েক জন স্পিনারকে পাঠানো হচ্ছে।’
এই ভারত সফরে সুযোগ পেয়েছেন টড মুরফি। তরুণ এই ক্রিকেটারের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়া এ দলের হয়ে এবং ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছে টড মুরফি। আশা করি ভারত সফরে দলে সুযোগ পেলে ওর স্পিন সবাইকে মুগ্ধ করবে।’
১৮ জনের দলে সুযোগ পেয়েছেন- প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ অধিনায়ক), অ্যাস্টন আগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জস হেজেলউড, ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, ন্যাথন লিঁয়, লান্স মরিস, টড মুরফি, ম্যাট রেনশো, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন এবং ডেভিড ওয়ার্নার।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here