সামি সামি গানে নাচ বাংলার ড্যান্সিং কুইন দেবশ্রীর, সঙ্গ দিলেন মহাগুরু মিঠুন
ড্যান্স বাংলা ড্যান্সে আসছেন বাংলার ড্যান্সিং কুইন দেবশ্রী রায়। গানের সুরে পা মেলালেন মহাগুরু মিঠুন চক্রবর্তী এবং অঙ্কুশের সঙ্গে। আগামী শনি রবিবার এই বিশেষ পর্ব দেখা যেতে চলেছে। তার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল এই পর্বের প্রোমো ভিডিয়ো।
কলকাতার রসগোল্লা হোক বা জানা অজানা, একাধিক কালজয়ী গানে নেচে বাংলা মাত করেছেন অভিনেত্রী দেবশ্রী রায়। আবারও, এতদিন পর তাঁর নাচের জাদুতে মুগ্ধ হবে গোটা বাংলা। ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে আসছেন তিনি।
জি বাংলার তরফে বুধবার, ২২ ফেব্রুয়ারি একটি প্রোমো ভিডিয়ো পোস্ট করা হয় এই রিয়েলিটি শোয়ের। ভিডিয়োটি পোস্ট করে চ্যানেলের তরফে লেখা হয়, ‘ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে ড্যান্সিং কুইন দেবশ্রী রায়। দেখুন ড্যান্স বাংলা ড্যান্স, শনি রবিবার রাত ৯.৩০ টায়। শুধুমাত্র জি বাংলার পর্দায়।’
জি প্রোমো ভিডিয়ো পোস্ট করা হয়েছে সেখানে দেবশ্রী রায়, অঙ্কুশ হাজরা এবং মহাগুরু মিঠুন চক্রবর্তীকে একত্রে নাচ করতে দেখা যায়। তাঁদের জানা অজানা গানে নাচ করতে দেখা যায়। মঞ্চে দাঁড়িয়ে অভিনেত্রী বলেন, ‘বহুবছর পর মিঠুন দার সঙ্গে নাচলাম।’
এদিন অভিনেত্রীকে নিজের নাচের জাদুতে মুগ্ধ করেন এবারের খুদে প্রতিযোগী দক্ষিণ ২৪ পরগনার দীপান্বিতা। তাকে প্রোমো ভিডিয়োতে সামি সামি গানে নাচতে দেখা যায়। তার নাচ দেখে এতটাই মোহিত হন দেবশ্রী যে তাকে তিনি ফ্লাইং কিস ছুঁড়ে দেন। দীপান্বিতার চোখ ধাঁধানো পারফরমেন্স দেখে নিজেকে আর ধরে রাখতে পারেন না অভিনেত্রী, তিনি সহ শ্রাবন্তী, অঙ্কুশকেও এই গানের আইকনিক স্টেপটি করতে দেখা যায় প্রতিযোগীর সঙ্গে। মহাগুরুও তার প্রশংসা করে বলেন, ‘দীপান্বিতা নামের মধ্যেই একটা আলাদা ব্যাপার আছে।
প্রোমো ভিডিয়ো পোস্ট করার পর এতে অনেকেই কমেন্ট করেছেন। দর্শকদের অনেকেই দাবি করেছেন যে তাঁরা দেবশ্রীকে বিচারকের আসনে পাকাপাকি ভাবে দেখতে চান। এক ব্যক্তি লেখেন, ‘এটার অপেক্ষা করছিলাম যে কবে দেবশ্রী ম্যাডাম আসবেন।’ আরেক ব্যক্তি লেখেন, ‘দেবশ্রী থাকতে ওই নির্বোধগুলোকে বিচারক বানিয়েছে।’ ‘দেবশ্রী রায় স্থায়ী ভাবে থাকুক’ দাবি আরেক দর্শকের।
For all the latest entertainment News Click Here