সামারার থেকে এত্ত ভালোবাসা পেল ‘রালিয়া’র রাহা, বোনের জন্য কী লিখলেন তুতো দিদি
একরত্তি মেয়েকে ঘিরে এখন দিন কাটছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের। বলিউড তারকা দম্পতি আদর করে মেয়ের নাম রেখেছেন রাহা কাপুর। ইনস্টাগ্রাম পোস্টে একরত্তির নাম ঘোষণার পর থেকে পরিবারের সদস্য এবং অন্যান্যরা রাহার প্রতি ভালোবাসা উজাড় করছে।
রণবীরের বোন রিদ্ধিমা কাপুর সাহানির মেয়ে সামারা পুচকে বোনকে একরাশ ভালোবাসা জানিয়েছেন। সম্পর্কে রণবীরের ভাগ্নি সামারা সাহানি। তুতো বোন রাহা কাপুরের জন্য নেটমাধ্যমে একটি মিষ্টি পোস্ট করেছে সে।
সামারা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টে লিখেছেন, ‘তোমাকে অনেক ভালোবাসি রাহা (ভালোবাসার ইমোজি) তোমার বড় বোন স্যামের কাছ থেকে অনেক আলিঙ্গন’। এই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রি-শেয়ার করেছেন নীতু কাপুর।
এর আগে আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট, শাশুড়ি নীতু কাপুর, ঋদ্ধিমা এবং ননদ করিনা কাপুর খান সোশ্যাল মিডিয়ায় রাহার প্রতি তাঁদের ভালোবাসা উজাড় করেছেন। আলিয়া এবং রণবীর এখনও তাঁদের মেয়ের মুখের ছবি নেটমাধ্য়মে দেখাননি।
ঠাকুরদা ঋষি কাপুরের নামের সঙ্গে মিলিয়েই মেয়ের নাম রেখেছেন ‘রালিয়া’। নাতনির জন্য ‘রাহা’ নামটি বেছেছেন নীতু কাপুর। ইনস্টাগ্রামে একরত্তি মেয়ের সঙ্গে প্রথম ফ্যামিলি ছবি শেয়ার করেন রণবীর-আলিয়া। ছবিতে দেখা গিয়েছে, একরত্তিকে আগলে পাপা রণবীর, রাহার দিকে তাকিয়ে রয়েছেন আলিয়া।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে রাহা নামের অর্থও জানিয়েছেন আলিয়া। লিখেছেন, ‘রাহা নামটি বেছেছেন তাঁর অভিজ্ঞ এবং মিষ্টি দাদি (ঠাকুমা)। রাহার আক্ষরিক অর্থ হল ‘স্বর্গীয় পথ’। তবে সহিলি (Swahili) ভাষায় এই নামের অর্থ আনন্দ, সংস্কৃতে এর অর্থ বংশ আর বাংলায় রাহা নামের অর্থ বিশ্রাম, আরাম, ত্রাণ। আরবি ভাষায় এর অর্থ শান্তি, অথবা আনন্দ, মুক্তি এবং সুখ…।’
For all the latest entertainment News Click Here