‘সামান্য’ টুইট নিয়ে BCCI সভাপতির পদ থেকে ইস্তফার গুঞ্জন, অবাক সৌরভ গঙ্গোপাধ্যায়
শুভব্রত মুখার্জি: গতকাল নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তার সেই টুইট ঘিরে তৈরি নানা জল্পনা। সোশ্যাল মিডিয়াতে এই চর্চাতেই সকলে ব্যস্ত থাকেন যে বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও দিনভর চলা জল্পনার পরে জানা যায় টুইটটি ছিল সৌরভের পরবর্তী বিজনেস ভেঞ্চার সম্পর্কিত। সৌরভ একটি আন্তর্জাতিক শিক্ষামূলক অ্যাপ লঞ্চ করছেন। তার ‘সামান্য’ একটি টুইটকে নিয়ে হওয়া জল্পনাতে হতবাক সৌরভ গঙ্গোপাধ্যায়।
গতকাল সন্ধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় একটি টুইটে জানিয়েছিলেন তিনি এমন ‘একটা’ কিছু শুরু করতে চলেছেন যা প্রচুর মানুষের উপকার করবে। যেখানে তিনি তার ক্রিকেট কেরিয়ারের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান। পরবর্তীতে সৌরভ নিজেই জানান তার পূর্ববর্তী টুইটের ভুল ব্যাখ্যা করা হয়েছে বিভিন্ন মাধ্যমে। বিসিসিআইয়ের সচিব জয় শাহ আগেই জানিয়েছিলেন সৌরভের ইস্তফা দেওয়ার কোন জায়গাই তৈরি হয়নি। বরং তিনি ভবিষ্যত প্রজেক্টের বিষয়ে এখন পুরোপুরি ফোকাসড।
পরবর্তীতে সৌরভ গঙ্গোপাধ্যায় অপর একটি টুইট করে জানান, ‘আমি বিশ্বব্যাপী একটি এডুকেশন অ্যাপ লঞ্চ করেছি। আমি অবাক ( গুঞ্জন,রটনা ঘিরে) হয়েছি। ওটা খুব সাধারণ একটা টুইট ছিল। ওখানে তো ইস্তফার কোন কিছুই উল্লেখ ছিল না।’ উল্লেখ্য বিসিসিআইয়ের সামনেই রয়েছে আইপিএলের মিডিয়া স্বত্বের নিলামের মতন বড় বিষয়। তার আগে এমন গুঞ্জন কিছুটা হলেও অস্বস্তিতে ফেলে দিয়েছিল বিসিসিআই সভাপতিকে।
For all the latest Sports News Click Here