সামান্থার ‘ও আন্তাভা’র তালে সানিয়া-ইরফান-সাইনাদের নাচালেন ফারহা, ভাইরাল ভিডিয়ো
নিজের শহর হায়দরাবাদে কেরিয়ারের শেষ ম্যাচটি খেলেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা। টেনিসকে বিদায় জানিয়ে এক ‘শানদার’ ফেয়ারওয়েল পার্টির আয়োজন করেছিলেন সানিয়া। সেখানে হাজির ছিলেন একঝাঁক সেলিব্রিটি। মহেশ বাবু, নম্রতা শিরোদকর, এ আর রহমান, হুমা কুরেশি, ফারহান খানের মতো রুপোলি জগতের মানুষজনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রের তারকারাও শামিল হয়েছিলেন। দেখা মিলল যুবরাজ সিং, সাইনা নেহেওয়াল, ইরফান পাঠানদের। সেই পার্টিরই এক ভিডিয়ো তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সেই ভিডিয়োয় ‘ও আন্তাভা’ গানের স্টেপ শেখাতে দেখা গেল ফারহা খানকে। সানিয়া মির্জা, ইরফান পাঠান, সাইনা নেহেওয়ালদের সামান্থা প্রভুর ডান্স স্টেপ শেখালেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার। আল্লু অর্জুনের পুষ্পা ছবির এই গান মুক্তির পর থেকেই সুপার ভাইরাল। হাজারো রিল ভিডিয়ো এই গানে দেখেছে নেটপাড়া, অজস্র ধামেকেদার পারফরম্যান্সও দেখেছে। তবে খেলার জগতের পছন্দের তারকাদের এই গানে নাচতে দেখবার সুযোগ পেয়ে সকলেই খুশি। কালো শরীরচাপা গাউনে মঞ্চে নাচতে গিয়ে বেগ পেতে হল সানিয়াকে। অন্য়দিকে ইরফান পাঠান তো বেশ ভয়েই ছিলেন। যুবরাজ আর সাইনা সে তুলনায় মন খুলে নাচলেন।
এই ভিডিয়ো ইনস্টা স্টোরিতে শেয়ার করেন নেহা ধুপিয়া। লেখেন, ‘খুব সুন্দর হয়েছে’। সেটি রি-শেয়ার করে ফারহা খান লেখেন, ‘খেলোয়াড়দের নাচাতে গিয়ে যা হল…’। সানিয়া মির্জার সঙ্গে ফারহা খানের বন্ধুত্বের কথা কারুর অজানা নয়। বরাবরই নিজেকে সানিয়ার বেস্ট ফ্রেন্ড বলে থাকেন ফারহা। এদিন ইনস্টাগ্রামে পাশাপাশি প্রিয় বান্ধবীর জন্য একটি আদুরে পোস্ট লেখেন ‘মেয় হু না’ পরিচালক।
অনুষ্ঠান শেষে বিছানায় শুয়ে ল্য়াদ খেতে দেখা গেল সানিয়া আর ফারহাকে। কালো টি-শার্ট আর গ্রে-ট্র্যাক প্য়ান্টে একদম আরামের মুডে দুই সানিয়া। বান্ধবী ফারহার হাত ধরে রয়েছেন ভারতীয় মহিলা টেনিসের সবচেয়ে বড় আইকন। ছবির ক্যাপশনে ফারহা লেখেন, ‘অবসরের পর চ্যাম্পিয়ানরা যা করে…. বিছানায় শুয়ে প্রিয় বান্ধবীর সঙ্গে ল্যাদ খায়’।
For all the latest entertainment News Click Here