সামনে লেডি গাগা, চিৎপাত হয়ে পড়লেন ফটোগ্রাফার, কী করলেন পপ গায়িকা?
৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের রেড কার্পেট, সেখানে হাজির হয়েছিলেন পপ গায়িকা লেডি গাগা। ডলবি থিয়েটারে চলছিল অনুষ্ঠান। অস্কারের আসলে ক্যামেরার ফ্ল্যাশ থাকবে সেটাই স্বাভাবিক, ছিলও তাই। তারকাদের সমাবেশে ছবি তলার জন্যই হুটোপাটি শুরু হয়েছিল। আর ছবি তুলতে গিয়েই সে এক কাণ্ড করে বসলেন এক ফটোগ্রাফার।
কিন্তু হয়েছেটা কি?
ছবি তুলতে গিয়ে হুড়মুড়িয়ে পড়লেন। তাও একেবারে চিৎ হয়ে। বুঝুন কাণ্ড! আচমকা এমন ঘটনায় চমকে যান পপ তারকা লেডি গাগা। সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন তিনি। হাত ধরে ওই ফটোগ্রাফারকে তুলে দিয়ে চোখের ইশারায় জিগ্গেস করে নেন, ঠিক আছেন তো? তারপরই আবার হাঁটা দেন লেডি গাগা। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি। এদিন গায়িকা পড়েছিলেন কালো রঙের ভার্সেস গাউন, গলায় হিরের নেকলেস, হাতে ও আঙুলে হিরের চুরি ও আংটি। চোখে কাজল ও ঠোঁটে লাল গাঢ় লিপস্টিক, তে মুখের মেকআপ ছিল নাম মাত্রই। গাউনটির উপরের অংশে হল্টার নেট ব্রা-লেটের উপরে ছিল পাতলা নেটের কভার, আর নিচের অংশটি খানিকটা কালো স্কার্টের মতো।
লেডি গাগার এমন সৌজন্য নেটপাড়ার নাগরিকরা প্রশংসায় ভরিয়েছেন। কেউ লিখেছেন, ‘আমাদের প্রজন্মের মাদার টেরেসা’, কারোর মন্তব্য, ‘সত্যিই উনি একজ ভালো মানুষ’, কারোর কথায় ‘মহানুভবতার রানি’। কারোর মন্তব্, ‘খেয়াল করেছেন কি কেউ কিন্তু এগিয়ে আসেননি, গাগা একজন মায়ের মতো।’ এমনই লেডি গাগার প্রশংসায় নানান মন্তব্য উঠে এসেছে নেটপাড়ায়।
রবিবার অস্কারের রেড কার্পেটে লেডি গাগা ছাড়াও ছিলেন নিকোলা কিডম্যান, মালালা ইউসুফজাই, কেট ব্লানচেট, মিশেল উইলিয়ামস সহ দেশ বিদেশের বহু তারকা। অন্তঃসত্ত্বা রিহানাকেও দেখা গেল বেবি বাম্প নিয়েই অস্কারের রেড কার্পেটে হাঁটতে। যদিও এটিকে প্রথা মেনে রেড কার্পেট বলা হলেও এবার কিন্তু কার্পেটটি লাল ছিল না, কিছুটা বদল এনে ওয়াইন রঙের কার্পেট বিছিয়েছেন অস্কার কর্তৃপক্ষ। অর্থাৎ কার্পেটটির রঙ ছিল হলদ।
For all the latest entertainment News Click Here