সামনে বসে ছেলের খেলা কেন দেখেন না খোলসা করলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর
শুভব্রত মুখার্জি: দুই দশকেরও বেশি সময় বিশ্ব ক্রিকেটকে ব্যাট হাতে শাসন করেছেন সচিন তেন্ডুলকর। বেশ কয়েক বছর হল তিনি খেলা ছেড়েছেন। পরবর্তীতে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে কোচিং করিয়েছেন, করেছেন ধারাভাষ্যকার হিসেবে কাজও। বর্তমানে তার ছেলে অর্জুন তেন্ডুলকর মুম্বই রঞ্জি দলের পাশাপাশি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়েও খেলছেন। যদিও আইপিএলে প্রথম একাদশে এখনও খেলার সুযোগ হয়নি তার। এমন আবহে কিংবদন্তি পিতা সচিন তেন্ডুলকরের অকপট স্বীকারোক্তি ছেলের খেলা তিনি সামনে বসে দেখেন না।
আসন্ন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন অর্জুন তেন্ডুলকর। সচিনের ছেলেকে ৩০ লক্ষ টাকায় কিনে নিজেদের স্কোয়াডে নিয়েছে মুম্বই দল। ঘরোয়া ক্রিকেটে সবেমাত্র নিজের পায়ের তলার মাটি শক্ত করতে শুরু করেছেন অর্জুন। এখন পর্যন্ত তেমন বলার মতন পারফরম্যান্স করে উঠতে পারেননি অর্জুন। সচিন জানিয়েছেন আজ পর্যন্ত কোনওদিন ছেলের খেলা দেখেননি তিনি।
এক সাক্ষাৎকারে এই তথ্য খোলসা করেছেন সচিন। এমন সিদ্ধান্তের পিছনে ঠিক কি কারণ রয়েছে তাও স্পষ্ট করে জানিয়েছেন সচিন তেন্ডুলকর।তিনি জানিয়েছেন যাতে তার উপস্থিতি অর্জুনের উপর অযথা চাপ না তৈরি করে সেই জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তিনি আরও জানিয়েছেন ‘বাবা-মায়েরা সন্তানের খেলা দেখার সময় তারা নিজেরা যেমন চাপে থাকে তেমন চাপ অনুভব করে সন্তানও। সে কারণেই আমি মাঠে গিয়ে অর্জুনের খেলা দেখি না। অর্জুনকে সেই স্বাধীনতা দিতে চাই। যাতে ও ক্রিকেটের প্রেমে পড়ে। ও যেটা করতে চায়, সেটাই করতে দিতে চাই আমি। তাই ওর খেলা সামনে থেকে দেখি না। এতে ওর খেলার প্রতি ফোকাস থাকবে। আমিও চাইতাম না আমার পরিবারের কেউ খেলা দেখুক। যদি কোনওদিন অর্জুনের খেলা দেখি তাহলে ওকে লুকিয়েই দেখব। ও যেন জানতে না পারে আমি মাঠে রয়েছি। কাউকেই জানাতে চাই না।’ উল্লেখ্য, আইপিএল দল মুম্বইয়ে উপদেষ্টা হিসেবে রয়েছেন সচিন।
For all the latest Sports News Click Here