সামনে এল মুম্বই ইন্ডিয়ান্সের নয়া জার্সি, ‘কালি পিলি’ ট্যাক্সির থিম জার্সিতে
শুভব্রত মুখার্জি: চলতি মরশুমের আইপিএলের আসর বসতে চলেছে আর কয়েকদিন বাদেই। ইতিমধ্যেই বিভিন্ন ফ্রাঞ্চাইজির তরফে আসন্ন মরশুমে তাদের নয়া জার্সি প্রকাশ করা হয়েছে। এবার সেই তালিকায় নাম লেখাল মুম্বই ইন্ডিয়ান্স দলও। শুক্রবার প্রকাশ করা হল তাদের নয়া জার্সি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হয়েছে তাদের নয়া জার্সি। নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে তাদের নয়া জার্সির ছবি প্রকাশ করেছে মুম্বই দল। যেখানে দেখা গিয়েছে তাদের অধিনায়ক রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং ইশান কিশানকে দেখা গিয়েছে এই ছবিতে।
তিন তারকাকেই বেশ হাসিমুখে দেখা গিয়েছে এই ছবিতে। তিনজনের গায়ে পরা ছিল তাদের নয়া জার্সি। যে জার্সির অন্যতম থিম হল ‘কালি পিলি’ ট্যাক্সি, অর্থাৎ কালো এবং হলুদ ট্যাক্সি। যে ট্যাক্সি আবার মুম্বই শহরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বলা যায় মুম্বই শহরের অন্যতম ঐতিহ্য এই ট্যাক্সি। মুম্বইয়ের বিভিন্ন ঐতিহ্যকে তাদের জার্সির মধ্যে দিয়ে তুলে আনার চেষ্টা চালাচ্ছে মুম্বই দল। আর সেই কথা মাথাতে রেখেই তাদের আসন্ন মরশুমের জার্সি প্রকাশ করেছে তারা।
তাদের সোশ্যাল মিডিয়াতে ছবি প্রকাশ করে মুম্বই দল ক্যাপশনে লিখেছে ‘উফ… ইয়ে মুসকান কি চমক দেখ রাহে হো! (উফ… এই হাসির চমকটা তোমরা দেখছ?)’ পাশাপাশি সমর্থকদের জন্য একটি লিঙ্কও দেওয়া হয় যাতে করে তারা এই নয়া জার্সি কিনতে পারে। পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের জার্সিতে সেই ঐতিহ্যশালী নীল এবং গোল্ডেন শেডকে বজায় রাখা হয়েছে।তার সঙ্গেই যোগ করা হয়েছে নতুনত্ব। ৩১ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে আইপিএলের। মুম্বই তাদের প্রথম ম্যাচ খেলবে ২ এপ্রিল। তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
For all the latest Sports News Click Here