সামনের দাঁত নেই, সাদা গোঁফ, ৫০-এই ‘বুড়িয়ে’ গেছেন রানির বর! আদিত্যকে চেনা দায়
বলিউডের রিয়েল লাইফ ‘মিস্টার ইন্ডিয়া’ বলা চলে তাঁকে। কারণ কোনওভাবেই ক্যামেরার সামনে ধরা দেন না আদিত্য চোপড়া। বলিউডের অন্যতম বৃহৎ প্রযোজনা সংস্থার কর্ণধার অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের স্বামী। পরিচালক হিসাবেও বি-টাউনে তাঁর অবদান অনস্বীকার্য। কিন্তু কিছুতেই ক্যামেরা বন্দি হন না যশ রাজ ফিল্মসের মালিক। তবে এবার পর্দা সরিয়ে প্রকাশ্যে এলেন আদিত্য চোপড়া। সৌজন্যে নেটফ্লিক্সের ডকু-সিরিজ ‘দ্য রোম্যান্টিকস’।
এক কথায় যশ রাজ ফিল্মসের উদযাপন ‘দ্য রোম্যান্টিকস’। যশ চোপড়া এবং তাঁর সুযোগ্য উত্তরাধিকারী আদিত্য চোপড়ার জার্নি উঠে এসেছে এই ডকু-সিরিজে। যার এক্সকিউটিভ প্রোডিউসারের চরিত্রে রয়েছেন উদয় চোপড়া। নেটফ্লিক্সের এই ডকু-সিরিজের তৃতীয় পর্বে দেখা মিলেছে আদিত্য়র। সামনের দাঁত নেই, সাদা গোঁফ, মাথার সামনে টাক, যেন পঞ্চাশেই অসম্ভব বুড়িয়ে দিয়েছেন তিনি। তবে ‘দ্য রোম্যান্টিকস’-এর হাত ধরে আদিত্যর এই শাপমোচন থেকে মুক্তি দেখে অসম্ভব খুশি করণ জোহর।
ক্যামেরার সামনে বন্ধুকে দেখে মুগ্ধ করণ। তিনি লেখেন, ‘আমার বেস্ট ফ্রেন্ডেরও একটা ফেস রয়েছে, আর কী সুন্দর স্পষ্টবক্তা ও’। এরপর ধর্মা প্রোডাকশনের মালিক ছেলেবেলার বন্ধুকে খোঁচা দিয়ে লেখেন, ‘আমি কী সেই সব ছবিগুলো এবার পোস্ট করতে পারি যা বছরের পর বছর হুমকি দিয়ে তুই গোপনে রেখেছিস, বলেছিস ওইগুলো পোস্ট করলে আর আমার সঙ্গে কথা বলবি না’।
রোম্য়ান্টিকসের পোস্টার শেয়ার করে নিজের মনের ঝাঁপি উলটে দেন করণ। তিনি নিজেও এই ডকু-সিরিজের অংশ। পরিচালক-প্রযোজক লেখেন, ‘এক নাগাড়ে দ্য রোম্যান্টিক্স দেখা শেষ করলাম…. উপলব্ধি করলাম সেই পবিত্রতা,সারল্য আর সম্মলিত আস্থা, যা আমাদের মধ্যে ছিল। আজকের দিনে যেন সেটা কোথাউ হারিয়ে যাচ্ছে… যশ চোপড়া শুধু রোম্যান্টিক ছবি বানানোর ওস্তাদ ছিলেন না, শিফন-সৌন্দর্য আর মিউজিক মিলে মিশে একাকার তাঁর হাতে…. মিউজিক্যাল ছবি তৈরির ওস্তাদ… পাশাপাশি বিশ্বাস আর আস্থার প্রতীক ছিলেন উনি। সেই বিশ্বাস কি আজকের দিনে বেঁচে আছে?’
যশ রাজের এই কাহিনি তাঁকে উদ্বুদ্ধ করেছে, আবারও সেই ফিল্ম মেকিং-এর পাঠশালায় ফিরিয়ে নিয়ে গেছে, লেখেন করণ জোহর। করণের এই নস্টালজিক পোস্ট দেখে কাজল লেখেন, ‘একদম ঠিক কথা বলেছো’।
আরও পড়ুন- হৃতিকের চেয়েও ভালো ডান্সার রানির বর! আদিত্য একনাগাড়ে প্রতিযোগিতায় হারিয়েছেন বলি-নায়ককে
২০১৪ সালে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাাকে বাঁধা পড়েন আদিত্য, তাঁদের এক মাত্র মেয়ে আদিরা। পরিচালক হিসাবে তাঁর শেষ কাজ ছিল ‘বেফিকরে’।
For all the latest entertainment News Click Here