সাবানের পুরনো বিজ্ঞাপনে হাজির করিশ্মা, তবে গল্পে ছোট্ট টুইস্ট আছে, দেখুন Video
তখন ছোটপর্দায় এসে গিয়েছে রামায়ণ। বিপুল জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন অভিনেত্রী দীপিকা চিখলিয়া। কারণ সেই ‘রামায়ণ’-এ সীতা তিনি। পর্দার তো বটেই, অনেকেই মনে মনে দীপিকাকে সাক্ষাৎ সীতা বলেই ভাবতে শুরু করেছিলেন।
এরকম অবস্থায় একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল ছোটপর্দার নামজাদা অভিনেত্রীকে। একটি সাবান কোম্পানির বিজ্ঞাপন। তাতে একটি দোকানে ঢুকছেন দীপিকা। তাঁকে দেখে দোকানদার বলছেন, ‘আসুন আসুন দীপিকাজি। আপনার সব জিনিস তৈরি।’ তখন সেই সব জিনিসের মধ্যে থেকে একটি সাবান নামিয়ে রাখছেন দীপিকা। আর বলছেন অন্য একটি বিশেষ ব্র্যান্ডের সাবান তাঁকে দিতে।
দোকানদার প্রশ্ন করায় তিনি বলছেন, একই রকম শুভ্রতা আর সুগন্ধ যদি কম দামে পান, তাহলে কেন নেবেন না?
এবার কি মনে পড়েছে বিজ্ঞাপনটির কথা? তাহলে একবার দেখেও নিন।
হালে এই বিজ্ঞাপনের অনুকরণে একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন করিশ্মা কাপুর। ফিরিয়ে এনেছেন দীপিকার সেই চেহারা। বিজ্ঞাপনের এক ধরন। শুধু এই বিজ্ঞাপনটি কোনও সাবানের নয়। এটি ক্রেডিট-কার্ড পেমেন্ট মাধ্যম প্লাটফর্মের।
এই নতুন বিজ্ঞাপনেও করিশ্মা একই রকম শাড়ি পরে দোকানে ঢোকেন। দোকানদার তাঁকে বলেন, ‘আসুন আসুন, করিশ্মাজি। আপনার সব জিনিস তৈরি।’ কিন্তি এবার সাবানের বদলে করিশ্মা সব জিনিসের মধ্যে থেকে নামিয়ে রাখেন একটি চার্জার। বলেন অন্য একটি বিশেষ ফোন কোম্পানির চার্জার দিতে।
দোকানদার অবাক হয়ে বলেন, ‘আপনি তো সব সময় সাধারণ চার্জারই নিতেন!’
উত্তরে করিশ্মা বলেন, ওই বিশেষ ক্রেডিট-কার্ড পেমেন্ট মাধ্যম প্লাটফর্ম ব্যবহার করে কেউ যদি সহজেই একটি বিশেষ স্মার্টফোন পেতে পারেন, তাহলে তার চার্জারই তো নিতে হবে।
এবার দেখে নিন এই নতুন বিজ্ঞাপন।
করিশ্মার এই বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় বিরাট ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই বলেছেন, ছোটবেলার স্মৃতি ফিরিয়ে দিয়েছেন করিশ্মা।
For all the latest entertainment News Click Here