সাবধান সিরাজ! রোনাল্ডোর সিউ সেলিব্রেশন করতে গিয়ে ফুটবলারের লিগামেন্ট ছিঁড়ল
বর্তমানে ক্রীড়াক্ষেত্রে অনেকেই নিজের লক্ষ্যে সফল হলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মত সিউ সেলিব্রেশন করতে চান। যার সব থেকে বড় উদাহরণ হলেন মহম্মদ সিরাজ। উইকেট নেওয়ার পরে তিনি সব সময় রোনাল্ডোর মতো সিউ সেলিব্রেশন করেন। তবে মহম্মদ শামি তাঁকে এটি করতে মানা করেছেন। আর সেটি শামি কেন বলেছেন তা প্রমাণ পাওয়া গেল ভিয়েনামেরর ফুটবলে। আসলে ভিয়েতনাম চ্যাম্পিয়নশিপে ভিয়েটেল এফসির হয়ে খেলতে নেমেছিলেন ট্রান হং কিয়েন। তিনিই গোল করে রোনাল্ডোর মত সিউ সেলিব্রেশন করতে চেয়েছিলেন। তবে তা শেষমেশ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। গোল করেই তারকা টাচলাইনের দিকে ছুটে যান। তবে লাফিয়ে ল্যান্ড করার সময়েই বিপত্তি হয়। সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ল্যান্ড করার সময়ে বাঁ পায়ের হাঁটুর লিগামেন্ট ছিড়ে গিয়েছে তাঁর।
আরও পড়ুন… বেশির ভাগ দলই এই জায়গায় বিশেষজ্ঞ ব্যাটার অথবা বোলার চাইবে- ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ প্রসঙ্গে বাঙ্গার
গোলের পর রোনাল্ডোর ট্রেডমার্ক উদযাপন ভঙ্গি ফুটবল বিশ্ব তথা ক্রীড়া জগতে দারুণ জনপ্রিয়। এই সেলিব্রেশনকে সিউ সেলিব্রেশন বলা হয়। স্প্যানিশে ‘সিউ’ কথার অর্থ হল ‘হ্যাঁ’। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সিউ সেলিব্রেশন করতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিড়ে ফেলা তারকার প্রাথমিক পরিচর্যা শুরু করে দেন সতীর্থরাই। তারপরেও উচ্ছ্বাসে খামতি দেখাননি তিনি। সোজা দাঁড়িয়ে বুকের কাছে আঙ্গুল ধরে রোনাল্ডোর নতুন সেলিব্রেশন ‘পিস অফ মাইন্ড’ও করে যান।
তবে ভিয়েতনামের ফুটবলারের সেলিব্রেশনের এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে হয়তো ভারতীয় ক্রিকেট বোর্ডও বেশ সতর্ক হবে। কারণ এই মুহূর্তে যেভাবে দলের ক্রিকেটাররা চোটের কবলে পড়ছেন তাতে এবার হয়তো সিরাজকে এভাবে সেলিব্রেশন করতে দেবে না বোর্ড। শামি যে সিরাজকে খুব একটা খারাপ পরামর্শ দেননি সেটা এদিন ভিয়েতনামের ফুটবলারকে দেখলেই স্পষ্ট হয়ে যাওয়া যায়। অবশ্য এই ভিডিয়ো দেখার পরে সিরাজও এই সেলিব্রেশন করবেন কিনা তা নিয়ে তিনি দশবার ভাববেন।
আরও পড়ুন… European Cricket League: এটা কি বিশ্বের সেরা টিম ক্যাচ? ভিডিয়ো দেখে বিচার করুন
এর কারণ ভিডিয়োতে দেখা যাচ্ছে গোল করে সিআর সেভেনের মতো সেলিব্রেট করার পর প্রথমে ভিয়েতনামের যুব দলের ওই ফুটবলার নিজের চোটের বিষয়টি বুঝতে পারেননি। কিন্তু এরপর হাঁটতে গিয়েই পাঁয়ে তীব্র যন্ত্রণা অনুভব করেন। একটু হাঁটার পরই মাঠের মধ্যে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে স্ট্রেচার নিয়ে আসা হয় মাঠের মধ্যে। সেই স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়েন ওই ফুটবলার। মাঠের বাইরে চিকিৎসকরা তাঁকে প্রথমে পর্যবেক্ষণ করেন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here