‘সাফল্যের শর্টকাট নিয়েছে’, বিউটি প্রোডাক্টে জ্যাকলিনের ছবি দেখে ক্ষেপে লাল সোনা
২০০ কোটি টাকা প্রতারণার মামলায় অভিযুক্ত ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর। প্রতারক সুকেশের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজের সম্পর্ক নিয়ে এখন চর্চার শেষ নেই। সুকেশ দাবি করেন, অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। বলি অভিনেত্রীকে জেরা করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জ্যাকলিন ইডি-র কাছে স্বীকার করেছেন, সুকেশের থেকে তিনটি ডিজাইনার ব্যাগ- গুচি আর শ্যানেলের থেকে, গুচির দুটো পোশাক, লুই ভিতোঁ-র জুতো আর দুটো হিরের কানের দুল।
ইডি জ্যাকলিনের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেছে, অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না অভিনেত্রী। সিনেমা ছাড়াও জ্যাকলিনকে অনেক বড় ব্র্যান্ডের প্রচার করতে দেখা যায়। এ বিষয় গায়িকা এবং সুরকার সোনা মহাপাত্র বলেছেন, তিনি এই ধরনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আইটেম কেনা এড়িয়ে চলেন।
ছবি সহ টুইট
সোনা মহাপাত্র এই প্রসাধনী বক্সের ছবি শেয়ার করেছেন, সেখানে জ্যাকলিনের মুখ রয়েছে। টুইট করে তিনি বলেছেন, ‘অবশ্যই বিনামূল্যে, মূল্যবান, আয় ছাড়াই বিলাসবহুল উপহার… আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হল এই ধরনের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের জিনিস এড়ানো। আশ্চর্যজনক দক্ষতার সেটের উপর একজন ব্যক্তির ছবি, প্রশংসা করার মত কিছু আছে? নেই তো? যদি না হয় তাহলে দয়া করে আমাকে এই ধরনের ফাঁপা কিছু বিক্রি করবেন না।’
‘সমাজের জন্য বিষাক্ত রোল মডেল’
তিনি অন্য একটি টুইটে লিখেছেন, ‘আগামী প্রজন্মের জন্য একটি সমাজ তৈরির ক্ষেত্রে বিষাক্ত রোল মডেল। এমনকি সৎ ভাবে লিঙ্গ সমতা আন্দোলনের প্রতিশ্রুতিও হত্যা করি আমরা। কঠিন কাজগুলি আরও কঠিন করা। এ ৫/১০ জন মহিলা, শর্টকাট দিয়ে সফল হয়ে পপ মিউজিক গাওয়ার স্টেরিওটাইপ হয়ে উঠেছে?’ আরও পড়ুন: হিরের গয়না-গুচির ব্যাগ, সুকেশের থেকে আর কী নিয়েছেন? ইডিকে হিসেব দিলেন জ্যাকলিন
‘পরবর্তী প্রজন্মের লজ্জা’
হিন্দুস্তান টাইমসের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে সোনা মহাপাত্র জানিয়েছেন, ‘এই ধারণা কাউকে বিরক্ত করার জন্য নয়। কখনও কখনও আমি মনে করি যে সমাজে আরও ভালো রোল মডেল হওয়া উচিত। যেন আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা সুন্দর মুখ, জিম বডি এবং বোটক্স মুখের পিছনে না দৌড়ায়।’
সোনা আরও বলেন, ‘আমি আমার কলকাতার অনুষ্ঠান থেকে ফেরার পথে বিমানবন্দরে এটি দেখেছি এবং আমার মনে হয় লজ্জার মাত্রা থাকা উচিত। তুমি জানো কিনা জানি না, তবে আমি জানি, ও আমার বাড়িতে আসত এবং অদ্ভুত ছিল। ইডি-র সম্পূর্ণ তালিকা বেরিয়ে এসেছে। তালিকায় গৃহীত উপহারগুলি গুচি, চ্যানেল, প্রাইভেট জেট রাইড থেকে শুরু করে একটি বাড়িতে এবং কী জানি না… আর পরের দিন সলমনের ইফতার পার্টিতে ও হাসিমুখেই ছিল!’
For all the latest entertainment News Click Here