সাফল্যের চাবি:একমাত্র দল হিসেবে ভারত এই কাজটি করেছে বলেই ২ বার WTC-র ফাইনালে ওঠে
একমাত্র দল হিসেবে ২টি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেই ফাইনালে ওঠে ভারত। একবার করে খেতাবি লড়াইয়ে জায়গা করে নেয় নিউজিল্য়ান্ড ও অস্ট্রেলিয়া। যদিও ২টি ডব্লিউটিসি ফাইনালেই হারতে হয় টিম ইন্ডিয়াকে। উদ্বোধনী মরশুমের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। দ্বিতীয় মরশুমে ভারতকে পরাজিত করে খেতাব জেতে অস্ট্রেলিয়া।
এই অবস্থায় ছোট্ট একটা পরিসংখ্যানেই বোঝা যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের ধারাবাহিকতার কারণ। কেন দু’টি চক্রেই ভারত ডব্লিউটিসির ফাইনালে উঠতে সক্ষম হয়, তার প্রধান কারণ লুকিয়ে নিজেদের দেশে টিম ইন্ডিয়ার সার্বিক পারফর্ম্যান্সে। আসলে ভারতই একমাত্র দল, যারা ২টি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ঘরের মাঠে একটিও সিরিজ হারেনি বা ড্র করেনি। সব হোম সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া।
প্রতিটি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকলে প্রতিটি দলকে ঘরে-বাইরে ৩টি করে মোট ৬টি সিরিজ খেলতে হয়। অর্থাৎ, ঘরের মাঠে তিনটি টেস্ট সিরিজ এবং বিদেশে ৩টি টেস্ট সিরিজ খেলে তবেই যোগ্যতা অর্জন করতে হয় ফাইনালের। ভারত ২০১৯-২০২১ সাইকলের মতো ২০২১-২০২৩ সাইকলেও ঘরের মাঠে তিনটি করে সিরিজেই জয় তুলে নেয়।
২০১৯-২০২১ সাইকলে ভারত ঘরের মাঠে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও ইংল্যান্ডকে। তিনটি টেস্ট সিরিজের ফলাফল:-
১. দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে পরাজিত করে ভারত।
২. বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া।
৩. ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে পরাস্ত করে ভারতীয় দল।
আরও পড়ুন:- Player Of The Month: আয়ারল্যান্ডের অখ্যাত ক্রিকেটারের কাছে হেরে গেলেন বাবর, ICC-র POTM পুরস্কার জিতলেন হ্যারি
২০২১-২০২৩ সাইকলে ভারত ঘরের মাঠে হারিয়ে দেয় নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে। তিনটি টেস্ট সিরিজের ফলাফল:-
১. নিউজিল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে দেয় ভারত।
২. শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে পরাজিত করে টিম ইন্ডিয়া।
৩. অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে পরাস্ত করেন রোহিত শর্মারা।
সুতরাং, কোনও হোম সিরিজ না হারাই টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ধারাবাহিকতার চাবিকাঠি। তবে এমন নয় যে, টিম ইন্ডিয়া এই সময়ে কোনও অ্যাওয়ে সিরিজ জেতেনি। বরং দু’টি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেই বিদেশের মাটিতেও পর্যাপ্ত সাফল্য পেয়েছে ভারতীয় দল।
আরও পড়ুন:- WTC ফাইনালে ৫ দিন ঘাম ঝরিয়ে এক টাকাও পাবেন না রোহিতরা, ক্রিকেটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ঘোড়ার ডিম, কেন জানেন?
২০১৯-২০২১ সাইকলে ভারত অ্যাওয়ে সিরিজে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। তবে তারা হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। তিনটি সিরিজের ফলাফল:-
১. অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয়।
২. নিউজিল্যান্ডের কাছে ০-২ ব্যবধানে হেরে যায়।
৩. ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে পরাজিত করে।
২০২১-২০২৩ সাইকলে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ ড্র করে, দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ হারে এবং বাংলাদেশকে তাদের ঘরের মাঠে পরাজিত করে। তিনটি সিরিজের ফলাফল:-
১. ইংল্যান্ডের বিরুদ্ধে ২-২ ড্র করে।
২. দক্ষিণ আফ্রিকার কাছে ১-২ ব্যবধানে হেরে যায়।
৩. বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়ে দেয়।
For all the latest Sports News Click Here