‘সাপোর্ট স্টাফ হিসেবে আমাকে নিতে পারো’, নেহরাকে মজার ছলে অনুরোধ প্রাক্তন তারকার
খেলোয়ার জীবনে একসঙ্গে জাতীয় দলের ড্রেসিংরুম শেয়ার করেছেন। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়েছেন দেশের হয়ে। এবার নিছক মজার ছলেই আশিস নেহরার সঙ্গে আইপিএলের আসরে কাজ করার অনুরোধ জানিয়ে বসলেন আরপি সিং। তাও আবার লাইভ অনুষ্ঠানে।
গুজরাট টাইটানস কোচ দারুণ রিপ্লাই দেন এক্ষেত্রে। সব মিলিয়ে নেহরা ও আরপি সিংয়ের আলোচনা শুনে হেসেই খুন সুরেশ রায়না, রবীন উথাপ্পারা।
শুক্রবার আইপিএল নিলাম থেকে প্রয়োজন মতো ক্রিকেটার কিনে নিজেদের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন নেহরা। জিও সিনেমার স্টুডিওতে বিশেষজ্ঞের ভূমিকায় ছিলেন আরপি-রায়নারা। নিলাম কেন্দ্র থেকে সরাসরি আলোচনায় যোগ দেন নেহরা।
গুজরাট টাইটানস উত্তরপ্রদেশের একাধিক পেসারকে তাদের দলে নিয়েছে। যশ দয়াল, শিবম মাভি, মহম্মদ শামি, সবাই উত্তরপ্রদেশের। এই প্রসঙ্গ টেনেই আরপি নেহরাকে বলেন, ‘তোমরা দেখছি উত্তপ্রদেশের পেসারদের অগ্রাধিকার দিচ্ছ। শিবম মাভি, যশ দয়াল, মহম্মদ শামি। এখানে (স্টুডিয়োতে) আমিও একজন (উত্তরপ্রদেশের পেসার) বসে রয়েছি। অবসর নিয়েছি। তবে সাপোর্ট স্টাফ হিসেবে কাজে লাগতে পারি। আমাকেও দেখ।’
আরও পড়ুন:- IPL 2023 Auction: মুকেশের জ্যাকপট লাগলেও উপেক্ষিত ঈশ্বরনরা, বাংলার কোন কোন ক্রিকেটারকে দেখা যাবে আইপিএলে?
আরপি সিংয়ের কথা শুনে সবাই হেসে ওঠেন। জবাবে নেহরা বলেন, ‘শুধু আমাদের (গুজরাট টাইটানসের) নয়, তুমি সব দলেরই কাজে লাগতে পারো।’
আলোচনায় নেহরা স্পষ্ট জানান যে, তাঁরা আগে থেকেই কেন উইলিয়ামসনকে দলে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে কিউয়ি তারকাকে বেস প্রাইসে পেয়ে যাবেন, এমনটা নাকি ভাবেননি তাঁরা। টাইটানস কোচ এপ্রসঙ্গে বলেন, ‘কেন উইলিয়ামসনকে বেস প্রাইসে পেয়ে যাব, এমনটা কখনই ভাবিনি আমরা। তবে আমাদের হাতে ফান্ড ছিল। যদি উইলিয়ামসনের জন্য আরও টাকা খরচ করতে হতো, আমরা অবশ্যই করতাম।’ সেই সঙ্গে ওডিন স্মিথকেও বেস প্রাইসে পেয়ে খুশি নেহরা।
আরও পড়ুন:- IND vs BAN: অকারণ দেরি, ক্রিজে ব্যাট ঠেকাতে হবে, যেন ভুলেই গিয়েছিলেন পূজারা, দেখুন অদ্ভুত আউটের ভিডিয়ো
এবার আইপিএলের মিনি নিলাম থেকে গুজরাট টাইটানস দলে নেয় শিবম মাভি, জোশ লিটল, কেন উইলিয়ামসন, কেএস ভরত, মোহিত শর্মা, ওডিন স্মিথ ও উর্ভিল প্যাটেলকে। উইলিয়ামসনকে ২ কোটি ওবং ওডিনকে ৫০ লক্ষ টাকায় কেনে টাইটানস। তারা সব থেকে বেশি ৬ কোটি টাকা খরচ করে শিবম মাভিকে দলে নিতে। এছাড়া আইরিশ তারকা লিটলকে দলে নিতে গুজরাট খরচ করে ৪ কোটি ৪০ লক্ষ টাকা। কেএস ভরতকে ১ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নেয় টাইটানস। এছাড়া মোহিতকে ৫০ লক্ষ ও উর্ভিলকে ২০ লক্ষ টাকায় কেনে আইপিএল চ্যাম্পিয়নরা।
For all the latest Sports News Click Here