সানির নামে ‘ভুয়ো’ প্রচার, থাইল্যান্ডের এই ইভেন্ট শো নিয়ে সতর্ক করলেন ভক্তদের
প্রচারের জন্য নাম ব্যবহার করছেন সানি লিওনের। কিন্তু সেই ইভেন্টের সঙ্গে কোনও সংযোগই নেই অভিনেত্রীর। সোমবার টুইটারের দেওয়ালে থাইল্যান্ডে সংঘটিত হওয়া একটি ইভেন্টের বিরুদ্ধে ভক্তদের সতর্ক করেছেন এই বলি ডিভা। বিষয়টিকে মিথ্যে বলে দাবি করেছেন সানি।
টুইটার পোস্টে সানি লেখেন, ‘বিজ্ঞপ্তি: আমি কোনও ভাবেই এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত নই। এই পুরস্কার শো/অনুষ্ঠানের আয়োজকদের আমার নাম ব্যবহার করার কোনও অধিকার নেই। দয়া করে নিশ্চিত করুন আপনি এই ধরনের কেলেঙ্কারির ফাঁদে পা দেবেন না।’ ইভেন্টটি নববর্ষ উপলক্ষে এবং জি-টাউন অ্যাওয়ার্ডস নামে চলে। ভক্তরা এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিনেত্রীকে অনুরোধ করেছেন। আরও পড়ুন: বাঙালি না হয়েও সেই সাজে সেরা! ঐশ্বর্য থেকে দীপিকা— পুজোয় এঁদের মতো সাজবেন নাকি
২০০১ সালে গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছিলেন সানি লিওন। পর্নগ্রাফি ছেড়ে এরপর বিনোদন জগতে পথ চলা শুরু করেন। ২০০৪ সালে ‘দ্য গার্ল নেক্সট ডোর’-এ অতিথি চরিত্রে অভিনয় করেন। এরপর ধীরে ধীরে বলিউডে পা রাখেন তিনি। এক নামে বলিউড চেনে অভিনেত্রীকে। বলিউডে আইটেম ডান্স থেকে একাধিক ছবিতে অভিনয় করেছেন সানি। আরও পড়ুন: প্লেনে কোন সিটে বসলেন রহমান, ঐশ্বর্যরা! সেলফি দেখে মন্তব্যের ঝড় ভক্তদের
উল্লেখ্য, সানি, যার আসল নাম করনজিত কৌর বোহরা। মাত্র ১৪ বছর বয়স থেকে উপার্জন শুরু করেন। প্রথমে এক জার্মান বেকারিচতে কাজ করতেন। এরপর পর্ন দুনিয়ার সঙ্গে যুক্ত হন। ২০১২ সালে পূজা ভাটের থ্রিলার ‘জিসম ২’ মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। পরে তিনি জ্যাকপট, রাগিনি এমএমএস ২, এক পহেলি লীলা এবং মস্তিজাদে-এর মতো সিনেমায় অভিনয় করেন।
স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং তিন সন্তানকে নিয়ে সুখী গৃহকোণ এই বলি ডিভার। তাঁর তিন সন্তান নিশা, নোয়া এবং আশের।
For all the latest entertainment News Click Here