সানিয়া আর শোয়েবের বিয়ে কি সত্যিই ভাঙছে? ঘটনা কোন দিকে ঘুরল? ঘনিষ্ঠরা কী বলছেন
সংবাদমাধ্যমে প্রতিনিয়ত খবর আসছে, পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক এবং ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিবাহবিচ্ছেদ হতে চলেছে। দুজনেই তাঁদের ১২ বছরের দাম্পত্য জীবনে ইতি টানছেন। কিন্তু এর মধ্যেই এল নতুন খবর। সানিয়া মির্জা নাকি দুবাই শহরেই একটি নতুন বাড়িতে চলে গিয়েছেন। তিনি নাকি শোয়েবের সঙ্গে আর থাকছেন না। তেমন খবর পাওয়া যাচ্ছে।
দু’জনেই তাঁদের ছেলে ইজহান মির্জা মালিকের সহ-অভিভাবক। ছেলের ভবিষ্যৎই বা কী হবে, তা নিয়েও ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। পাকিস্তানি নিউজ চ্যানেল সামা টিভির মতে, শোয়েব সানিয়ার সঙ্গে প্রতারণা করেছিলেন। যদিও এ বিষয়ে শোয়েব ও সানিয়া প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। ফলে পুরোটাই আন্দাজের স্তরে রয়ে গিয়েছে।
তবে বিবাহবিচ্ছেদ নিয়ে দু’জনেই প্রকাশ্যে কোনও বিবৃতি দেননি। দু’জনেই এখনও ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করছেন। ফলে বিষয়টি কোন দিকে গড়াবে, তা নিয়ে এখনও কিছু ধোঁয়াশা রয়েছে।
পাশাপাশি আবার সানিয়ার কিছু ইনস্টাগ্রাম পোস্ট থেকে অনেকেরই মনে হয়েছে, তিনি তাঁর জীবনের একটি কঠিন পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, দুবাইয়ে নতুন বাড়িতে চলে গিয়েছেন সানিয়া মির্জা। সেখানেই থাকছেন তিনি।
তবে এর মধ্যেই সানিয়া ও শোয়েবের ঘনিষ্ঠরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুই তারকার সম্পর্ক ভাঙতে চলেছে। এই বন্ধুরা নিজেদের নাম প্রকাশ না করে বলেছেন, বেশ কিছু দিন ধরেই সমস্যা চলছে তাঁদের মধ্যে। তাই তাঁরা এক প্রকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, এই সম্পর্ক আর রাখবেন না। আর সেই কারণেই দুবাই শহরের অন্য একটি বাডিতে থাকেত গিয়েছেন সানিয়া।
এর আগে দুবাইয়ের পাম জুমেইরাহের একটি ভিলায় শোয়েব মালিকের সঙ্গে থাকতেন সানিয়া। ২০১০ সালে বিয়ে করেন সানিয়া ও শোয়েব। এর পর থেকে দুবাইয়ে একসঙ্গে আছেন দু’জন। চলতি বছরের জানুয়ারিতে টেনিস থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন সানিয়া মির্জা।
For all the latest Sports News Click Here