সাধারণ গৃহবধূ থেকে মাফিয়া কুইন, স্বস্তিকার বদলের লুকিয়ে ‘শিবপুর’-এর কোন কাহিনি
দুই মাসে ৩০ জনকে হত্যা করা হয়েছে কারণে, অকারণে। মাফিয়া গ্যাং থেকে নৈরাজ্য মাথাচাড়া দিয়ে উঠেছে ‘শিবপুর’ এলাকায়। পরিস্থিতি বাগে আনতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছে পুলিশ। এমন সময় আরও একটি খুন হল এই শহরের বুকে। একজন নিরপরাধ মানুষকে ভর সন্ধ্যাবেলায় তাঁর বাড়ির সামনে তাঁকেই হত্যা করা হল। ব্যাস গোটা খেলা ঘুরে গেল এরপর। সাধারণ এক গৃহবধূ থেকে মাফিয়া কুইন ওরফে স্বস্তিকার উত্থান ঘটল। উসকে দেওয়া হল তাঁর রাগকে, হাতিয়ার বানানো হল সেই রাগকে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। টালমাটাল পরিস্থিতিতে এবার পরমব্রত কি পারবেন তাঁকে আটকাতে? শান্তি ফিরবে কী শিবপুরে?
রুদ্ধশ্বাস, টানটান উত্তেজনায় ভরা ট্রেলার ভিডিয়ো মুক্তি পেল। পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ছবি শিবপুরের এই ট্রেলার গায়ে শিহরন জাগাতে বাধ্য। শুধুই কি তাই এই ছবির ট্রেলার রীতিমত আভাস দিচ্ছে যে ছবিতে ঠিক কী দেখা যেতে চলেছে। কতটা নৃশংসতা ফুটে উঠতে পারে এখানে। বাস্তব-রিল মিলেমিশে একাকার হয়ে যাবে যে পর্দায় সেটা স্পষ্ট।
আগামী ৩০ জুন মুক্তি পাবে এই ছবি। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে এই ছবির প্রযোজক হুমকি এবং কুপ্রস্তাব দেওয়ার পর থেকেই সরব হন অভিনেত্রী। দ্বারস্থ হন পুলিশ থেকে একাধিক সংগঠনের। এরপর থেকেই চর্চায় আছে এই ছবি। শুরু হয় নানা বিতর্ক। তার মাঝেই প্রকাশ্যে এল ছবিটির ট্রেলার।
এদিন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়ায় এই ট্রেলার ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘শিবপুর ট্রেলার। বাকিটা হলে।’
মাফিয়া গ্যাং-ওয়ার এবং সঙ্গে সেটা দমন করতে পুলিশি তৎপরতা দুই ফুটে উঠবে ‘শিবপুর’ ছবিতে। স্বস্তিকা এবং পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় প্রমুখকে। ছবিটির প্রযোজনা করেছে ইন্দো আমেরিকান প্রোডাকশন। অজন্তা সিংহ রায় এই ছবির নিবেদন করেন। এই ছবির পরিচালনা করেছেন অরিন্দম ভট্টাচার্য।
For all the latest entertainment News Click Here