সাদা-বলের ক্রিকেটের জন্য ৪১ জনের তালিকা প্রকাশ করল বাংলা, নেই মনোজ আর শামির নাম
শুক্রবার সিএবি-র তরফে সাদা-বলের ক্রিকেটের জন্য বাংলার প্লেয়ারদের লম্বা একটি তালিকা প্রকাশ কর হল। ৪১ জনের নাম রয়েছে সেই তালিকায়। কিন্তু সকলকে চমকে দিয়েই সেই তালিকায় মনোজ তিওয়ারির নাম নেই। এর থেকেই পরিষ্কার যে, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজকে আসন্ন মরশুমে সাদা-বলের দলে রাখতে রাজি নয় বাংলা।
শুধু তাই নয়, এই তালিকায় নাম নেই মহম্মদ শামিরও। জসপ্রীত বুমরাহ না থাকায়, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন শামি। আইপিএলেও ভালো পারফরম্যান্স করেছেন তিনি। তবে টেস্ট দলের নিয়মিত সদস্য শামি ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়া আবার ঘরোয়া ক্রিকেটে খেলতে পারেন না। সে কারণেই সম্ভবত তাঁর নাম নেই। তিনি খেলতে চাইলে বোধহয়, তাঁর সমস্যা হবে না।
২০২৩-২৪ মরশুমে এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলার মোট ৪১ জন ক্রিকেটারের একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করা হয়েছে। সিএবি সচিব নরেশ ওঝা এই তালিকা প্রকাশ করেন। অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, সুদীপ কুমার ঘরামি সহ পরিচিত সব নামই রয়েছে এই তালিকায়। কিন্তু সকলকে চমকে দিয়ে মনোজের নামটাই বাদ। তবে গত বার বাংলাকে নেতৃত্ব দিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে তুলেছিলেন মনোজ তিওয়ারি। যে কারণে সাদা-বলের ক্রিকেটে না খেললেও, তিনি সম্ভবত রঞ্জি দলে থাকবেন। তবে তাঁকে অধিনায়ক করা নাও হতে পারে।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে সংস্কারের জন্য স্টেডিয়ামগুলি পাবে ৫০ কোটি, ইডেনে কী করা হবে?
১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। বাংলার সব ম্যাচই এবার মোহালিতে। তার আগে সেপ্টেম্বরে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলা দল। সেই সময় শহরে বৃষ্টির মরশুম। তাই ভারতের যে সব জায়গায় সে সময় বৃষ্টি হয় না, সেখানে গিয়ে অন্যান্য কিছু রাজ্যের স্থানীয় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলা হতে পারে বাংলা।
আরও পড়ুন: নির্বাচকদের ফোন করে জানতে চাই না, কেন বাদ পড়লাম- সরফরাজ নিয়ে চর্চার মাঝেই ক্ষোভ উগরালেন আর এক তারকা ক্রিকেটার
দীর্ঘ দিন সাদা বলের ক্রিকেটে কোনও ট্রফি জেতেনি বাংলা। তাই এবার সেই ট্রফি খরা কাটানোর দিকে জোর দেওয়া হবে। সেই মাস্টার প্ল্যান ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। কিন্তু সেই পরিকল্পনায় নেই মনোক তিওয়ারির নাম।
ঘোষিত ৪১ জনের তালিকা: অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, সুদীপ কুমার ঘরামি, ঋত্বিক রায় চৌধুরী, অঙ্কুর পাল, কাজি জুনেইদ সইফি, রণজ্যোৎ সিং খাইরা, শুভম চট্টোপাধ্যায়, আদিত্য পুরোহিত, ওমপাল বোকেন, সুমন্ত গুপ্ত, শ্রেয়াংশ ঘোষ, অভিষেক পোড়েল, শুভঙ্কর বল, শাকির হাবিব গান্ধী, অগ্নিভ পান, শুভম সরকার, আকাশ ঘটক, সক্ষম চৌধুরী, সন্দীপন দাস (সিনিয়র), অয়ন ভট্টাচার্য, আকাশদীপ, মুকেশ কুমার, ইশান পোড়েল, মহম্মদ কাইফ, রবি কুমার, প্রতীম চক্রবর্তী, গীত পুরি, সুমন দাস, দুর্গেশ কুমার দুবে, দেবপ্রতীম হালদার, সৌম্যদীপ মন্ডল, শাহবাজ আহমেদ, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, কৌশিক মাইতি, বিকাশ সিং, প্রয়াস রায় বর্মন, অঙ্কিত মিশ্র, অনুরাগ তিওয়ারি এবং অখিলেশ যাদব।
For all the latest Sports News Click Here