সাদা পোশাকে যেন দীপ্তি ছড়াচ্ছেন শাহরুখ কন্যা, সুহানার নতুন ফটোশুটে মুগ্ধ নব্যা
সুহানা খান তাঁর বাবার দেখানো পথে হেঁটেই শীঘ্রই অভিনেত্রী হিসেবে ডেবিউ করতে চলেছেন। জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’ ছবির মাধ্যমে তিনি তাঁর ডেবিউ সারবেন। এই ছবিটা নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই সেই ছবির টিজার প্রকাশ্যে এসেছে। সম্প্রতি সেই ছবি মুক্তি পাওয়ার আগেই নতুন ফটোশুটে নতুন রূপে ধরা দিলেন তিনি। সাদা পোশাকেই উষ্ণতা ছড়ালেন শাহরুখ কন্যা।
সুহানা সদ্যই তাঁর ইনস্টাগ্রামে যে ছবি শেয়ার করেছেন সেখানে তাঁকে একটি সাদা রঙের পোশাকে দেখা যাচ্ছে। সঙ্গে ব্লো ড্রাই করা চুল তিনি খোলা রেখেছেন। করেছেন একদমই হালকা মেকআপ। সিম্পল লুকের এই ছবিতেও যেন দীপ্তি ছড়িয়েছেন তিনি। ফেটে পড়েছে গ্ল্যামার। যে ফটোগ্রাফার তাঁর এই ফটোশুট করেছেন তিনি এগুলো ইনস্টাগ্রামে দিয়েছেন। ট্যাগ করেছেন হবু অভিনেত্রীকে। আর তাতেই উপচে পড়েছে কমেন্টের বন্যা।
বন্ধুর নতুন ফটোশুট দেখে রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছেন নব্যা নভেলি নন্দা। তিনি সুহানার এই পোস্টে একটি বাচ্চার ইমোজি এবং লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেন। ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা লাল হৃদয়ের ইমোজি দিয়ে ভরিয়ে দেন শাহরুখ কন্যার এই পোস্ট। মহদীপ কাপুর, সহ অনেকেই তাঁর এই নতুন লুকের প্রশংসা করেন।
কেবল তারকারাই নন। সুহানার বহু ভক্তরাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, ‘এই মেয়েটা বড়ই সুন্দর।’ অন্য আরেকজনের মতে, ‘চিরকালের মতোই সুন্দর। রূপসী।’
‘দ্য আর্চিজ’ ছবিতে আর্চি, বেটি, ভেরোনিকা, যুগহেড, রেগি, ইথেল এবং ডিল্টন এর গল্প দেখানো হবে। এঁরা সকলেই কিশোর কিশোরী। অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির এঁরা। তাঁদের গল্পই ফুটে উঠবে এখানে। ছবিতে তাঁদের বন্ধুত্ব উদযাপন করা থেকে ভালোবাসা, স্বাধীনতা, প্রতিবাদ করার স্বাদ পেতে দেখা যাবে। এই ছবিতে সুহানা খান ছাড়াও রয়েছেন খুশি কাপুর, অগস্ত্য নন্দা, মিহির আহুজা, যুবরাজ মেন্ডা, অদিতি ডট।
For all the latest entertainment News Click Here