সাদামাঠা সাজপোশাক উধাও! নীল স্নানপোশাকে তাক লাগলেন ‘গাঁটছড়া’র বনি
পরনে নিছকই সাদামাঠা শার্ট, ডেনিম। আর মাঝেসাঝে মাথায় একটা টুপি। বিগত কয়েক মাস ধরে ‘গাঁটছড়া’য় তাঁকে এ ভাবেই দেখছেন দর্শক। বনি অর্থাৎ অনুষ্কা গোস্বামী যেন পাশের বাড়ির মেয়ে! কিন্তু পর্দার বাইরে? চেনা ছক ভেঙে তাক লাগিয়ে দেওয়ার বিদ্যা ভালোই রপ্ত করেছেন অভিনেত্রী।
সম্প্রতি মধুচন্দ্রিমা পর্বের শ্যুটের জন্য গোপালপুর গিয়েছিল ‘গাঁটছড়া’ টিম। সেখানেই অন্য মেজাজে ধরা দিলেন ‘বনি’। কাজের ফাঁকে বিলাসবহুল রিসর্টের স্যুইমিং পুলে কিছুটা সময় কাটালেন। স্বচ্ছ নীল জল, এলোমেলো চুল, মুখে ঈষৎ হাসি— অবসর যাপনের মুহূর্তকে লেন্সবন্দি করে তা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনুষ্কা। এমন সাজে সম্ভবত আগে ধরা দেননি তিনি। নীল স্নানপোশাকে এই ‘বনি’ যেন কিছুটা অচেনা।
অনুষ্কাকে দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। পোস্টের কমেন্ট বক্সে প্রশংসার বন্যা। একজন লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে তোমাকে’। অন্য জনের বক্তব্য, ‘তোমাকে সব সময়ই খুব সুন্দর লাগে।’
(আরও পড়ুন: লাল টুকটুকে বেনারসি, সিঁথি ভর্তি সিঁদুর! সাতপাক ঘুরে ফেললেন ‘গাঁটছড়া’র বনি?)
এই প্রথম নয়। অতীতেও ভক্তদের চমকে দিয়েছিলেন। লাল টুকটুকে বেনারসি, সিঁথি ভর্তি সিঁদুর, কপালে চন্দন— নববধূ রূপে লেন্সবন্দি হয়েছিলেন তিনি।
নেটমাধ্যমে অনুষ্কার জনপ্রিয়তা দেখার মতো। আশি হাজারেরও উপর ‘ফলোয়ার’ তাঁর। ‘গাঁটছড়া’-র সেটের নানা মজার মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। কখনও আবার পর্দার বর রিয়াজ লস্করের চলতে থাকা খুনসুটির ঝলক মেলে তাঁর নানা ছবি, ভিডিয়োয়।
(আরও পড়ুন: রাহুলের সঙ্গে বিয়ে ভাঙতে চায় দ্যুতি! হতাশায় কোন চরম সিদ্ধান্ত নিল সে)
‘গাঁটছড়া’য় আপাতত বনির মনকেমনের মরশুম। কুণালকে তার ভালোবাসা ফিরিয়ে দিতে ফের অয়নাকে ডেকে আনে সে। পর্দায় তাঁর দুঃখের অন্ত নেই ঠিকই। তবে শ্যুট শেষ হতেই হইহুল্লোড় আর আড্ডায় মাতেন অনুষ্কা।
For all the latest entertainment News Click Here