সাত পাক ঘুরলেন ‘প্যায়ার কা পঞ্চনামা’ খ্যাত সোনালি, কলকাতার-কন্যের বরকে চেনেন?
বলিউডে বিয়ের মরসুম! এবার সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সোনালি সেহগল। মূলত ‘প্যায়ার কা পঞ্চনামা’ ছবির জন্যই লাইমলাইটে উঠে এসেছিলেন কলকাতার এই মেয়ে। বুধবার মুম্বইয়ে শিখ রীতিনীতি মেনে বিয়ের পর্ব সারলেন সোনালি। পাত্র কে? দীর্ঘদিন ধরেই রেস্তোরাঁ-ব্যবসায়ী অশেষ এল সাজনানি (Ashesh L Sajnani)-র সঙ্গে সম্পর্কে ছিলেন সোনালি, অবশেষে পরিণতি পেল তাঁদের প্রেম কাহিনি। জানা যায়, গত পাঁচ বছর ধরে প্রেম সম্পর্কে আবদ্ধ সোনালি-অশেষ। যদিও সেই নিয়ে প্রকাশ্যে কোনওদিনই মুখ খোলেননি অভিনেত্রী।
কলকাতায় জন্ম সোনালির, এখানেই বেড়ে ওঠা। পরবর্তীতে অভিনয়ের টানে মুম্বই পাড়ি দেন। এদিন কাছের বন্ধু ও পরিবারের উপস্থিতিতেই বিয়ের পর্ব সারলেন সোনালি। জাঁকজমক নয়, ছিমছাম বিয়েই পছন্দ জুটির। বিয়ের দিন হালকা গোলাপি রঙা শাড়িতে ঝলমল করলেন সোনালি, নজর কাড়ল তাঁর মাথার সুবিশাল ওড়না। হীরে-পান্নার গয়নায় সাজলেন সোনালি, তাঁর গলার জড়োয়া নেকপিস ছিল চোখে পড়ার মতো। সঙ্গে হাতভর্তি গোলাপি চুড়ি, কলিরেঁ।
বিয়ের পর্ব মিটতেই পাপারাৎজিদের ক্যামেরা সামনে পোজ দিলেন নবদম্পতি। অশেষের এদিন দেখা মিলল সাদা বন্ধগলায়, সঙ্গে গোলাপি পাগড়ি, হাতে তলোয়ার। সোনালি-অশেষের বিয়ের একাধিক ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সোনালির ‘ফুলের চাদর’-এর মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার মিষ্টি ভিডিয়ো যার মধ্যে সবার মন ছুঁয়েছে। কারণ এই ভিডিয়োয় সোনালির সঙ্গে দেখা মিলল তাঁর চারপেয়ে সন্তানের। বিয়ের আসরেও পোষ্যকে কাছছাড়া করেননি সোনালি। সোনালির পোষ্য এদিন সেজেছিল গোলাপি পোশাকে।
সোনালি-অশেষের বিয়ের আসরে তারকা ঢল। একসঙ্গে কেরিয়ার শুরু তাঁদের, সোনালির বিয়েতে হাজির ছিলেন কার্তিক আরিয়ান, সানি সিং। এছাড়াও দেখা মিলল সুমনা চক্রবর্তী, রাই লক্ষ্মী, মন্দিরা বেদি, লাভ সিনহারা।
সোনালি-অশেষের বিয়ের থিম ছিল সাদা। সকলেই এদিন সাদা বা অফ-হোয়াইট পোশাকেই পৌঁছেছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে। এর আগে বিখ্যাত মেহেন্দি আর্টিস্ট বীণা নাগড়া সোনালির মেহেন্দির একগুচ্ছ ছবি পোস্ট করেন। সোমবারই হয়েছে মেহেন্দির অনুষ্ঠান। মেহেন্দির আসরে লাল-হলুদ ঘরারায় দ্যুতি ছড়ালেন কনে।
‘প্যায়ার কা পঞ্চনামা’র পাশাপাশি ‘ওয়েডিং পুলাভ’, ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিট্টু কি সুইট’, ‘হাইজ্যাক’-এর মতো ছবিতেও কাজ করেছেন সোনালি। ওটিটি প্ল্যাটফর্মেরও পরিচিত মুখ সোনালি। ‘আউট অফ অর্ডার’, ‘ইললিগাল জাস্টিস’, ‘অনামিকা’র মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন সোনালি।
For all the latest entertainment News Click Here