সাত জন্মের বদলে ১১ মিনিটেই বিচ্ছেদ! কোন ধারাবাহিকে ‘গল্পের গরু’ ফের গাছে উঠল
বিয়ে মানেই সাত জন্মের বন্ধন, এমনটাই বলা হয়ে থাকে। কিন্তু বর্তমান সময় নানান কারণে অনেকেরই বিয়ে টেকে না। দূরত্ব আসে, যে যার মতো জীবন বেছে নেয়। কিন্তু তাই বলে বিয়ের ১১ মিনিটের মধ্যেই ডিভোর্স! এমনটা কেউ কখনও শুনেছে না দেখেছে! এতদিন না শুনলেও এবার শুনবেন এবং দেখবেনও। কোথায়? একটি হিন্দি ধারাবাহিকে। কালার্স টিভিতে এই ধারাবাহিকটি আসতে চলেছে। কী দেখা গেল প্রোমোতে?
ছাদনাতলায় উপস্থিত বর, বউ দুজনেই। ঘড়ির কাঁটা বলছে ৯টা বাজে। একে অন্যের গলায় তখন তাঁরা মালা দেন। এরপর রাত ১১টা নাগাদ সাত পাকে বাঁধা পড়েন অগ্নিকে সাক্ষী রেখে। এরপর বারোটা ৯ মিনিটে সিঁদুর দান সম্পন্ন হয়, এবং তাঁদের বিয়েও। কিন্তু এরপর ঘড়ির কাঁটা ১২টা ২০ ছুঁতেই এটা কী ঘটে গেল! বিবাহ বিচ্ছেদ! হ্যাঁ, বিয়ের ১১ মিনিটের মধ্যেই ডিভোর্স। ‘অগ্নিসাক্ষী এক সমঝোতা’ নামক একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে কালার্স টিভিতে। আর সেই ধারাবাহিকের প্রোমোই কদিন আগে কালার্স টিভির তরফে প্রকাশ্যে আনা হয়েছে যেখানে দেখা গিয়েছে বিয়ের মাত্র ১১ মিনিটের মধ্যেই নববধূর হাতে তাঁর স্বামী ডিভোর্স পেপার ধরিয়ে দিচ্ছে।
এই প্রোমো সামনে আসতেই সেটা নিয়ে নেট পাড়ায় চলছে ট্রোল, হাসি মজা। বিয়ের পিঁড়িতেই বিবাহ বিচ্ছেদ, গোটা বিষয়টাতেই ভারী মজা পেয়েছেন দর্শকরা। কেউ কেউ আবার বিষয়টা নিয়ে আপত্তি জানিয়েছেন।
বিকেলের মনোরঞ্জন মানেই হিন্দি বা বাংলা ধারাবাহিক। কিন্তু কখনও কখনও দর্শকরা মনে করেন যে সেই ধারাবাহিকের গল্প খেই হারিয়ে ফেলছে, গল্পের গরু গাছে উঠে যাচ্ছে। তবুও ধারাবাহিকের নেশা এমন যে সেটা কাটানো মুশকিল, যতই নিন্দা করুক, বিকেলে ধারাবাহিক দেখা চাই। আর সেভাবেই এই ধারাবাহিক আসার আগেই আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এল।
অগ্নিসাক্ষী এক সমঝোতার স্টোরিলাইন একদম পছন্দ হয়নি দর্শকদের। গল্পের বুনোট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ছাদনাতলায় দাঁড়িয়ে সদ্য বিবাহিতা মেয়েটি ভাবছে সে কোথায় যাবে শ্বশুরবাড়ি না বাবার বাড়ি! এমন প্লট দেখে দর্শকরা বলছেন এমন গল্প মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে। মানুষকে বিভ্রান্ত করে। প্রোমো দেখার পর ধারাবাহিক থেকে চ্যানেল বয়কটের ডাক উঠেছে।
এক ব্যক্তি লিখেছেন, ‘আরও একটি ভিত্তিহীন গল্পের প্রেক্ষাপট নিয়ে আরও একটি ধারাবাহিক শুরু হল!’ আরেকজন লেখেন, ‘ আরআইপি টু লজিক।’ কেউ আবার জানিয়েছেন যাঁরা এই ধারাবাহিক দেখবেন তাঁরা যেন যোগব্যায়াম করেন তাহলে মানসিক শান্তি পাবেন।
তবে সবাই যে এই গল্প নিয়ে ব্যঙ্গ করছেন, বা পছন্দ হয়নি প্রেক্ষাপট এমনটা নয়। অনেকেরই মতে এমন গল্প এর আগে দেখা যায়নি।
For all the latest entertainment News Click Here