সাউদির বিরুদ্ধে অনেক লাফালাফি, এখন বল জোরে আসছে, বেয়ারস্টোকে তুমুল স্লেজ বিরাটের
নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ভাগে বিধ্বংসী ফর্মে ছিলেন। নিউজিল্যান্ডের অন্যতম সেরা বোলার টিম সাউদির বিরুদ্ধে ১০০-র উপরে স্ট্রাইক রেট ছিল। মেঘলা আকাশে সেই জনি বেয়ারস্টোকে আরও চাপে ফেলতে সাউদি অস্ত্র ব্যবহার করবেন বিরাট কোহলি। শ্লেষ ছুড়ে দিলেন, ‘সাউদির থেকে কিছুটা জোরে বল করছে না!’
(IND vs ENG ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে)
শনিবার এজবাস্টনে প্রথম ইনিংসে প্রবল চাপের মধ্যে আছে ইংল্যান্ড। ভারতের ৪১৬ রানের জবাবে ৪৫ রানে তিন উইকেট পড়ে যায়। তার ফলে ১২ তম ওভার থেকেই বেয়ারস্টোকে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজদের সামলাতে হচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্বপ্নের ফর্মে থাকলেও তাঁকে যে খুব একটা স্বচ্ছন্দে লেগেছে, তেমন নয়। তারইমধ্যে ইংরেজ ব্যাটারকে স্লেজিংয়ের ডালি নিয়ে হাজির হন বিরাট। বার্তাটা স্পষ্ট ছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে কয়েকটি দারুণ ইনিংসের জন্য ‘ব্যাজবল’, নয়া ধরনের ক্রিকেট আলোচনা হচ্ছে, তা সব অতীত। আসল চ্যালেঞ্জ তো এবারই।
বিরাটের সেই স্লেজিংয়ে নেটদুনিয়ায় আলোচনা হলেও আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন বুমরাহ। যিনি ব্রডের এক ওভারে বিশ্বরেকর্ড করেন। ৮৪ তম ওভারে ৩৫ রান দেন স্টুয়ার্ড ব্রড। ২৯ রান আসে বুমরাহের ব্যাট থেকে। তাঁকে শর্ট বল করেন ব্রড। ব্যাটের কাণায় বল লেগে চার হয়ে যায়। দেখে মনে হচ্ছিল, জেমস অ্যান্ডারসনকে শর্ট বল করার জন্য বুমরাহের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছেন। সেটা করতে গিয়ে আরও প্যাঁচে পড়েন ব্রড। দ্বিতীয় বলটা শর্ট করেন। ব্যাটার এবং উইকেটকিপারের মাথার উপর দিয়ে পাঁচ রান হয়।
আরও পড়ুন: ভারতের বোলিং বিভাগই বিশ্বের সেরা, এই পরিসংখ্যানই দিচ্ছে প্রমাণ
পরের বলটিও বুমরাহের ব্যাটের কাণায় লাগে। এবার তো ছক্কা পেয়ে যান বুমরাহ। গোদের উপর বিষফোঁড়ার মতো ক্রিজের বাইরে পা ছিল ব্রডের। ফলে নো বল ডাকা হয়। ফ্রি হিটে ফুলটস উপহার দেন ব্রড। মিড অনের দিয়ে সপাটে চার মারেন বুমরাহ। পরের বল আবার ব্যাটের কাণায় লেগে চার হয়ে যায়। পরের বলটা ডিপ স্কোয়ার লেগের বাউন্ডারিতে পাঠিয়ে দেন বুমরাহ। পড়েও যান ভারতের অধিনায়ক। পঞ্চম বলে একেবার ক্যারিবিয়ান স্টাইলে ছক্কা মারেন। অর্থাৎ পাঁচটি বৈধ বলে ৩৪ রান উঠে যায়। শেষ বলটা ইয়র্কার করেন ব্রড। তাতে এক রান নেন বুমরাহ। তার ফলে সবমিলিয়ে ব্রডের ওভারে ৩৫ রান ওঠে।
For all the latest Sports News Click Here