সাইজ বিভ্রাট- ছোট জার্সি এসেছিল সূর্যের জন্য,বাধ্য হয়েই সঞ্জুর জার্সি পরেন স্কাই
টিমে ছিলেন না সঞ্জু স্যামসন। অথচ মাঠে দিব্যি ফিল্ডিং করলেন। তার পরে আবার ব্যাটিং-ও। এটা কী করে সম্ভব?
আসলে সঞ্জুর জার্সি পরে মাঠে নেমেছিলেন সূর্যকুমার যাদব। ভারত-ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ চলাকালীন দেখা যায়, সূর্যকুমার যাদব সঞ্জুর নাম লেখা ৯ নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন। প্রথমে এর কারণ জানা না গেলেও, পরে জানা যায় যে, টি-শার্টের সাইজ নিয়ে গণ্ডগোলের জেরেই এত কাণ্ড! সঞ্জু স্যামসনের জার্সি পরে মাঠে নামতে বাধ্য হয়েছেন সূর্যকুমার যাদব।
ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি অনুযায়ী, জার্সির মাপ নিয়ে সমস্যা হওয়ার কারণেই নিজের বদলে সঞ্জুর জার্সি পড়ে মাঠে নেমেছিলেন সূর্য। ম্যাচের দুই দিন আগে নতুন জার্সি এসে পৌঁছয় ভারতীয় শিবিরে। একদিন আগে হওয়া ফোটোশুটের সময়েই জার্সি নিয়ে নিজের অস্বস্তির কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েওছিলেন সূর্য। কিন্তু এত তাড়াতাড়ি সূর্যের সাইজের জার্সি এসে পৌঁছায়নি। তাই সঞ্জুর সাইজের জার্সি সূর্যের ফিট করায়, তিনি সেই জার্সি পরেই মাঠে নেমেছিলেন।
আরও পড়ুন: ওভালে ইংল্যান্ডের ব্যাজবলের ধারেকাছে গেল না প্রথম ODI-এ ভারত আর উইন্ডিজের রানরেটও
ম্যাচের দিন সঞ্জু বড় সাইজের বদলে মিডিয়াম সাইজের জার্সি হাতে পান। ফলে সেই জার্সি পরে তাঁর অস্বস্তি বোধ হচ্ছিল। কিন্তু তখন আর কিছুই করার নেই। অগত্যা সঞ্জুর জার্সিই সাময়িক ভাবে বাঁচিয়ে দেয় সূর্যকে।
যাইহোক, সূর্যকুমারকে তার পছন্দের মাপের জার্সি হয়তো দ্বিতীয় ওডিআই-এর আগে হাতে পেয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। যদি তা না হয়, তবে দ্বিতীয় ওয়ানডেতেও ভারতের প্লেয়িং ইলেভেনে জায়গা পেলে, সূর্যকে আবারও তাঁর সতীর্থদের জার্সি পরে নামতে হবে। সঞ্জু একাদশে ভাগ্যিস ছিলেন না! তা না হলে সূর্যের কপালে দুঃখ ছিল!
আরও পড়ুন: ফের মাঠে মেজাজ হারালেন রোহিত, এবার রোষের মুখে মুম্বইয়ের সতীর্থ- ভিডিয়ো
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আইন অনুসারে, খেলোয়াড়রা জার্সির পিছনে ছাপানো নাম টেপ দিয়ে আটকাতে পারবে না। অতীতে অবশ্য এরকমটা করা যেত। কিন্তু এখনও আর সেটা সম্ভব নয়। তবে মজার ব্যাপার হল, জার্সির পরিবর্তনের পরেও এই ডানহাতি ব্যাটারের ভাগ্যের কোনও পরিবর্তন হয়নি। কারণ তিনি ওডিআই ক্রিকেটে ফের নিরাশ করেছেন সকলকে। টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার ১৯ রান করে সাজঘরে ফিরে গিয়েছেন।
বৃহস্পতিবার ব্রিজটাউনে ক্যারিবিয়ানদের ৫ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। ১৬৩ বল বাকি থাকতেই জয়সূচক রানে পৌঁছে যায় রোহিত অ্যান্ড কোম্পানি। প্রথমে ব্যাট করে মাত্র ২৩ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করতে নেমে মাত্র ২২.৫ ওভারেই ৫ উইকেটের বিনিময়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। বল হাতে দুরন্ত কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা। ৪ উইকেট নিয়েছেন কুলদীপ। ৩ উইকেট নিয়েছেন জাদেজা। ৫২ রান করেন ইশান কিষাণ। এই ত্রয়ীর পারফরম্যান্সে ভর করে প্রতিপক্ষকে ১৬৩ বল বাকি থাকতে ৫ উইকেটে হারায় ভারত।
For all the latest Sports News Click Here