‘সাংবাদিক’ হতে চান ‘জুন আন্টি’, সোহিনীকে করতে চান ‘নৃত্যশিল্পী’! ব্যাপারটা কী?
পর্দায় ‘খলনায়িকা’ হিসেবে হাজির হলেও বাস্তবে কিন্তু সবার কাছে দারুণ প্রিয় ‘জুন আন্টি’ ওরফে ঊষসী চক্রবর্তী। ‘শ্রীময়ী’-র খলনায়িকা হয়েও দারুণ সুপারহিট তিনি। বাস্তবে প্রেমে যেমন বিশ্বাসী তেমনই প্রেমে বাঁচতেও দারুণ পছন্দ করেন তিনি। সুযোগ সময় পেলেই অভিনয়ের পাশাপাশি হাতে তুলে নেন কলম। তাঁর উপন্যাস ‘সব পথ বৃত্তাকার’ প্রথমবার প্রকাশিত হয়েছিল এক প্রথম সারির পূজাবার্ষিকী সংখ্যায়। এবারে দে’জ প্রকাশনা সংস্থার উদ্যোগে বইমেলায় বইয়ের আকারে প্রকাশিত হয়েছে তাঁর এই উপন্যাস। সহজ ভাষায় সমকালীন ভালোবাসার গল্পকেই দু’মলাটে তুলে এনেছেন ঊষসী। উল্লেখ্য, উপন্যাস লেখার সময় যথেষ্ট অসুস্থই ছিলেন তিনি।
‘সব পথ বৃত্তাকার’ আদতে দুই নারীর প্রেমের গল্প। দোয়েল ও জয়িতার গল্প। বিরহ পেরিয়ে শেষমেশ মধুরেণ সমাপয়েৎ, তাঁর উপন্যাসের মূল নির্যাস। বইমেলায় তাঁর এই বই প্রকাশের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ঊষসীর দুই তারকা বন্ধু সোহিনী সরকার এবং সপ্তর্ষি মৌলিক। এ প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে ঊষসী বলেছেন, ‘যদি কোনওদিন আমার এই উপন্যাস পর্দায় সিনেমা হিসেবে দর্শকদের সামনে পেশ করা হয়, তাহলে যেন নৃত্যশিল্পী দোয়েল-এর চরিত্রে অভিনয় করেন সোহিনী সরকার এবং সাংবাদিক জয়িতার ভূমিকায় আমি। অবশ্য, চাইলে অন্য কেউও ‘জয়িতা’ হতে পারেন। তবে ‘দোয়েল’ কিন্তু সোহিনীকেই হতে হবে।’
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ জুন আন্টি ঊষসী চক্রবর্তী ৷ ফ্যানদেরকে নিয়মিত আপডেট দিতে থাকেন নিজের সম্পর্কে, জুন আন্টির সম্পর্কে ৷খল চরিত্র হয়েও যে জনপ্রিয়তার শীর্ষে আসা যায়, তার জলজ্যান্ত প্রমাণ উষসী এবং তাঁর জুন আন্টি অবতার!
For all the latest entertainment News Click Here